আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমেষু

প্রিয়তমেষু তোমার ঢং দেখে আর বাঁচিনে পাতালপুরীর পরীর মতন রূপে তুমি নিরবে নিভৃতে প্রচন্ড দেমাগে গালে হাত দিয়ে বসে আছ একাকিত্বই তোমার ভাললাগে নিরবতা নির্জনতাই তোমার সাধনা ঐ রূপের কি দাম আছে বল? আমি যদি তাতে কৃষ্ণ ভ্রমর না হই একাকি কিছু সৃষ্টি করে দেখাও তো দেখি প্রিয়তমা পার কি না? মাটিতে পা পরে না তোমার কোন জনমের কৃষ্ণ লীলায় প্রতিমা সেজে বসে আছো ? বিষ্ণুর বাঁশিতে তুমি বধির তাই না? তুমি কি জান ? প্রতিমা প্রিয়তমেষু না প্রিয়তমেষু দলিত পদ্ম প্রেম কামনায় সাধনায় পরম সোহাগে পরিপূর্ণ নারী এক প্রেম আহবানে সারা দাও নিজেকে ভেঙে চুড়ে কাব্য হও দেখি তোমার রূপের সাধনা হয় কি না? চল প্রেমও কুঞ্জে হই উদাসী আমি কৃষ্ণভ্রমর তুমি ফুল সূর্যমুখী ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।