আমাদের কথা খুঁজে নিন

   

যীশুর নোনতামি

একদা যীশু পৃথিবী ভ্রমণে বেড়িয়েছেন। শর্ত একটাই যেখানেই যাইবে সেখানে বিখ্যাত, প্রসিদ্ধ, সুস্বাদু খাবার খাইবে। যেই কথা সেই কাজ করা শুরু করিলেন। ঘুরিতে ঘুরিতে এই বাংলায় এসে হাজির হইলেন। আসার আগে গুগোল দিয়ে দেখে নিলেন কিভাবে কোন পথে প্রবেশ করিবেন, কোথায় কোথায় যাইবেন, কতদিন থাকিবেন ইত্যাদি ইত্যাদি।

মায়ানমার হয়ে সাম্পানে করে টেকনাফ উপস্থিত হইতেই বিজিবি কর্তৃক বাধা প্রাপ্ত হইলেন, এবং তাহাকে জেরা করায় উদ্ভট চরিত্রের সন্দেহভাজন মনে করিয়া জেলে পুড়িলেন আর বাকী রোহিঙ্গাদের ফেরত পাঠানো হল। তাতে তিনি খুবই দুঃখিত হলেন, মনে মনে ভাবতে লাগলেন এই দেশে-দেশে সীমান্তরক্ষীদের কেন এত তোড়জোর কেনইবা তারা মানুষের অবাধে যাতায়াত কে বাধগ্রস্ত করছে? এই আসমান জমিনের মাঝে কেউতো পাহারা দেয়না? দুইটা ভিন্ন সীমানার সীমান্ত রক্ষনের দায়িত্ব কে নিবে? আদৌ কি সীমানার সীমা রেখা কেউ দেখেছে? সব কিছুর শুরু ঐ সৃষ্টিকর্তার ধারণাতেই নিহিত। তিনিই যুগে যুগে অলৌকিক ভাবে লৌকিকে ছড়িয়েছেন জান্নাত-জাহান্নাম, স্বর্গ-নরক, হেল-হেভেন দুইটা আলাদা জগত। সেখানেও পাহারাদার আছে, সীমানা আছে, সীমান্তরক্ষী আছে, তাদের প্রতাপ এখনকার সীমান্তরক্ষীদের মতই রুক্ষ, নির্মম। আমি কুচি কুচি করে নিকুচি করি এই নিয়মের, ভিসা, পাসপোর্টরুপী পাপ-পূণ্য, গুনাহ-সোয়াব ইত্যাদির।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.