আমাদের কথা খুঁজে নিন

   

যীশুর মন

কবিতা

সহজ শ্রমণ-মন ধরে আছে স্বর্গকামী ভক্ত গোলাপের চাষে কোনো ক্লান্তি নেই। দরোজা সরিয়ে দেখা যায় লালনীল পাখি- ডানা ঝাড়ে, স্বরলিপি আকাশিয়া গাছতলে খুদ বাটি জল ঘাসে ঘাসে স্নেহসম্প্রদান, মাতৃময়। আহা! শিশু অবস্থায় মানুষের মন মাঠে মাঠে ধূপছায়া উড়ন্ত ঈশ্বর। অতি শাদা দেয়াল পেরিয়ে দেখা যায় মাননীয় যীশু- লটকে রয়েছে ক্রসে, কাটা দুম্বা-ভঙ্গিমায়; নিচু মুখ, মাথা থেকে রক্ত, দেহে ভালোবাসা অত্যাচারঃ রক্ত দিয়ে ধুয়ে দেবে মানুষের পাপ, নিরাশা সকল! আমি ঘরে ফেরার সমন নিয়ে আসি পথ ফেলে যেতে হবে দূরে - কোনদিকে যায় বাদামবিক্রেতা। ছেলেমেয়েদের হাতে লাল বল, স্কুলখাতা পথে পথে শক্রবদলের চিহ্ন - ঘোড়া আর তরবারি। দেয়ালের পাশে যীশুঘর, সাজানো গোছানো বাড়ি দেখে মনেই হয়না - কোনোদিন কেউ উপত্যকা হেঁটে হেঁটে চোখ ভালো করে দিতো অন্ধদের আর পথ চেয়ে থাকতো জননী মরিয়ম, মেরী। ১৭/০৯/২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.