আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল আবার হরতাল, আরো দুটি দিনের রুটি রুজি বন্ধ...

স্বাধীনতায় বিশ্বাসী সামান্য কাজ করি। সারাদিন যা আয় করি, তা দিয়ে সংশার চালানো, নিজের খরচ, ছেলের খরচ সব সংকুলান করতে হয়। আবার আগামী দুই দিন হরতাল। হরতাল মানে আমার রুটি রুজি বন্ধ। বউ ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকা।

বাসা ভাড়া নিয়ে টেনশন করা, নিজের খুচরো কিছু পাওনাদার নিয়ে টেনশন করা। দোকান বাকিও আর দেয়া হয় না। তাই ধারে আর কিছু নেওয়াও যায় না। ফলাফল না খেয়ে থাকা। একান্তই যদি না পারি তবে প্রতিবেশী কারো কাছে চেয়ে দু'মুঠো চাউল এনে ফুটিয়ে খাওয়া।

কতদিন চলবে আর এসব। এই লেখাগুলো কি কোন নেতা-নেত্রীদের চোখে পড়বে। তারা কি এরকম লক্ষ লক্ষ সাধারণ মানুষের করুন আর্তির মর্ম বুঝতে পারবে। এই যে ক্ষমতায় থাকা আর ক্ষমতায় যাওয়া নিয়ে অহেতুক এই সব লড়াই যার বলি সাধারণ জনগণ এইসব নেতা-নেত্রীর ভোটব্যাংক। মনের একান্ত কষ্টের অনুভূতি এগুলো।

না রাজনীতি করি না কোন দলকে সাপোর্ট করি। তবুও যদি আমার এ লেখা কারও মনে কষ্ট দিয়ে থাকে তবে আমাকে ক্ষমা করবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.