আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল নিষিদ্ধ না করেও হতে পারে হরতাল বন্ধের একটি উপায়:

"বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার প্রাণ; হবনা পিছপা, রাখতে আমার বাংলা মায়ের মান । " যে দল হরতাল ডাকবে, তার পুরো দায়ভার ঐ দলকে নিতে হলে ভাল হত। এ দায়ভার এমন না যে, শুধু বলবে, “এর দায়ভার আমি নিলাম”, একটা সুস্পষ্ট আইন থাকা দরকার। যার মাধ্যমে ভুক্তভোগী মানুষ তাদের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হরতাল আহ্বানকারী দলকে বাধ্য করতে পারবে। যাতে করে একজন গাড়ির মালিককে তার পোড়া গাড়ির মূল্যবাবদ নগদ টাকা বা গাড়ি দিতে হবে, হরতালের কারণে যে পরিবারের মানুষ মারা যায় সে পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে ( যদিও একজন মানুষের অভাব কোটি কোটি টাকা দিয়েও পোষানো যাবে না), হরতালের কারণে কোন ব্যবসায়ীর যতটুকু ক্ষতি হবে তার পুরোটা বহন করতে হবে আহ্বনকারী দলকে ইত্যাদি ইত্যদি।

শুধু আইন নয়, এর প্রয়োগও নিশ্চিত করতে হবে। কারণ আমাদের দেশে কাজির গুরু পুস্তকে থাকে, গোয়ালে থাকে না। আইন অনেক আছে, কিন্তু সেগুলো মানার কোন বাধ্যবাধকতা নেই। সে আইন ঠিকমত প্রয়োগ হচ্ছে কিনা তা দেখার কোন মনিটরিং ব্যবস্থা নেই (উদহরণস্বরূপ, পাবলিক প্লেসে ধোঁয়া টানা, এমন ভুরি ভুরি উদাহরণ আছে)। ইচ্ছা করে সরকারী দলও যদি ফাসানোর জন্য ভা্ংচুর করে, সেটার দায়িত্বও হরতাল আহ্বানকারী দলকে নিতে হবে।

কারণ হরতাল দেওয়ার কারণেই তো এত সব ঘটল। তাহলে এই ক্ষতি পূরণ দেয়ার ভয়ে যদি তারা জাতিকে হরতালের অভিশাপ থেকে মুক্ত করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.