আমাদের কথা খুঁজে নিন

   

"ন্যাড়া মাথায় কৃত্রিমভাবে তৈরি জল পরচুলা"

বিজেতাঃ টিম ট্যাডার ব্যক্তিত্ব ক্ষমতাসম্পন্ন একদল ন্যাড়ামাথার লোক খুঁজে পায় এবং তাদের মাথায় জলবেলুন ছুড়ে। দ্য বার্নঃ ট্যাডারের কৌতুকপূর্ণ এই ছবিটে ইন্টারনেটে প্রকাশ করা হয়। ন্যাড়া মাথার একদল লোককে একত্রে করে টীম ট্যাডার নামে জনৈক ফটোগ্রাফার তাদের মাথায় জলবেলুন ছুঁড়ে জল থেকে তৈরি পরচুলার বিভ্রম সৃষ্টি করতে পেরেছিল। টিম ট্যাডারের শিরোনামহীন এই ছবিটি ওয়াটার উইগ সিরিজ থেকে নেওয়া। এই শ্রদ্ধাভাজন ফটোগ্রাফার ন্যাড়ামাথার লোকদের চকচকে মাথায় সজোড়ে জলবেলুন নিক্ষেপ করে, আর এতে তিনি অতি উচ্চ গতির আলোকচিত্র ব্যবহার করে ভিন্ন ভিন্ন সময়ের ব্যবধানে পানির ছিটকে পড়ার দৃশ্য তুলে নেয় ক্যামরাতে।

আরেকটি শিরোনামহীন ছবি টিম ট্যাডারের ওয়াটার উইগ সিরিজের। মজাদার ছবিগুলো তোলার সময় জল-পরচুলাগুলোকে রঙিন আকার দেওয়ার জন্য তিনি উদ্ভাবনশক্তিসম্পন্ন আলো ব্যবহার করেন। টিম ট্যাডারের ওয়াটার উইগস সিরিজের দ্য ফ্রাইআর বা খ্রীষ্টান ভিক্ষু সম্পূর্ণরূপে আনন্দ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়। ট্যাডার তার ক্যামেরায় লেজার এবং শব্দ তৈরি হয় এমন কৌশলকে কাজে লাগায়, যাতে ন্যাড়া মাথার লোকদের মাথায় যতটুকু সম্ভব চুলের আবহ তৈরি মুহুর্ত সৃষ্টি হয়। দ্য বার্নি ম্যানঃ টিম ট্যাডার একজন সম্মানিত বাণিজ্যিক এবং বিজ্ঞাপন ফটোগ্রাফার।

'The Burning Man' and 'The Conquistador' মত নামকরণ করা ডজন খানেকেরও বেশি ছবি তুলেছেন তিনি। মোহাক টুঃ উল্কি আঁকা এবং ব্যক্তিত্ব ক্ষমতাসম্পন্ন ন্যাড়ালোকগুলো ছবি তোলাতে রসবোধ বৃদ্ধিতে সহায়তা করেছিল। বাডোওয়াজার, অ্যাডিডাস,এবং গাটোরেড জন্য আইকনিক ছবি থাকা এমন বিজ্ঞাপন দুনিয়ার অভিজ্ঞ ক্যামেরাম্যানও তিনি। দ্য এ্যঞ্জেলঃ ট্যাডার চমৎকার এই ছবিটি তুলতে স্ট্যান্ডার্ড জল বেলুন এবং লেজার ও শব্দ তৈরি করে এমন ক্যামেরাকে কাজে লাগায়। দ্য ডন কিং আইকনিক বক্সিং প্রবর্তক এর চুলের প্রচণ্ড ধাক্কা জন্য নামকরন হয়।

দ্য যিজাসঃ টিম ট্যাডার দেখতে চেয়েছিল ন্যাড়া লোকগুলো কে জল দিয়ে চুলে কেমন দেখাবে। পরচুলা চেয়ে বরং হেট এর মত জলের ছাপ ফুটে উঠেছে উচ্চ গতির এই আলোকচিত্রটিতে। তিনি তার দলের সঙ্গীদের নিয়ে ডজনখানেকেরও বেশি জলপরচুলার ছবি তুলেছেন, তিনি নিজেকে ভিজুয়াল যোগাযোগকারী' হিসাবে তুলে ধরেছেন। তিনি ইন্টারনেট -এ এই অদ্ভুদ সৌন্দর্য্য শেয়ার করার জন্য সবার কাছে ছবিগুলো উম্মুক্ত করেছেন। ডেইলি মেইল থেকে অনুদিত।

লিঙ্কটি এখানে দেখুন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.