আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাড়া বেল তলায় এক বার ই যায়। কিন্তু আমি....

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

আমার একটা বদ স্বভাব হল পানি খেতে গেলে যদি দেখি জগে পানি নাই তাহলে খুব পিপাসা না লাগলে পানি খাই না, কলসি থেকে ঢালতে কষ্ট লাগে। আর যদি দেখি জগে পানি আছে কিন্তু আশেপাশে গ্লাস নাই তাহলে জগ দিয়েই মুখে পানি ঢেলে খাই।

খাওয়ার সময় ভাবতাম আমি যে এভাবে খাচ্ছি জগের ভিতর তো পিপড়া অথবা তেলাপোকার বাচ্চা ঢুকে বসে থাকতে পারে। কিন্তু ব্যাপার টা যে সত্যি সত্যি এমন হবে তা ভাবতে পারিন। এক দিন পানি খেতে গিয়ে দেখি পাশে গ্লাস নাই তাই জগ দিয়েই মুখে উপর থেকে পানি ঢাললাম। পানি গিলবো এমন সময় টের পালাম মুখের ভিতর কি যেনো পিলপিল করছে। ।

মুখ থেকে পানি ফেলে দিয়ে দেখি একটা তেলাপোকার বাচ্চা। মেজাজটাই খারাপ হয়ে গেল। এরপর অনেক দিন ভাল হয়ে গিয়ে ছিলাম। ওভাবে আর খাইনি। খেলেও দেখে খেয়েছি।

কোনো দিনও পানিতে কিছু পাইনি। তাই আবার একদিন ওভাবে খেলাম আর ঐ দিন ই আবারও...। ন্যাড়া বেল তলায় একবার ই যায় কিন্তু আমি অধমটা....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.