আমাদের কথা খুঁজে নিন

   

জানালার গান

তাকায় সবাই, কিন্তু দেখে খুব কম লোকই।

এক। আমারো জানালা আছে আছে হুক, চারটি বোতাম। ওমের গন্ধ সোঁদা, আছে জানি রোদের নরম, হাঁটু গেড়ে বসি যদি জানালা কপাল বরাবর, লুণ্ঠন, নষ্টামি আর আবদার এই জানালায়। জানালা খুলেছি আজ দেখো আমি কতটা জোয়ান, জগতে জানালা আছে যতো নাই ততো জানালার গান।

১৮ মার্চ ২০০৬, কল্যানপুর দুই। রতি ও আরতি আজ থেমে গেছে, গান জানালার বোতামে জমেছে ধুলা বৃথা কানামাছি, শৃঙ্গার। অন্ধ তীরন্দাজ, পুজারি হয়েছি আজ, ছুঁড়েছি নিষাদ নৈবেদ্য সাজিয়েছি, দেবে জানি পাপের প্রসাদ। তিন। জানালা উপচে পড়ে বিষাদ, বিত্ত বৈভব, কাচের জানালা খুলে খুঁজছি মদিরা, শৈশব।

আছে দেখি হলাহল, ঝাড়বাতি, মোহ। উদ্ধত জানালায় মজে আছে কোমলতা, দ্রোহ। আর আছে সাপ, পাপ, মাদকতা, আর আকণ্ঠ ডুবিয়ে এক কবি, অথৈ, অপার। ১৯ মার্চ ২০০৬, কল্যানপুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।