আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসো

সাদ আহাম্মেদ এক জীবনের অপেক্ষা আর এক চোখ তৃষ্ণা নিয়ে ভালোবাসো মেহেদী রাঙ্গা হাতে লাল নীল চুড়ির আলাপনে ভালোবাসো শরতের নিঃশব্দ মেঘের স্বপ্নময় ডানায় চেপে ভালোবাসো তোমার ঐ মায়াবী নয়নে কাজলে কাজলে সাজিয়ে ভালোবাসো গভীর রাতের স্বপ্নহীন আমাকে ভালোবাসার বাহুডোরে আকড়ে ভালোবাসো শিশির ভেজা সবুজ মাঠে নূপুর পরা পায়ে হেটে ভালোবাসো আযানের সুমধুর ধ্বনিতে উঠি উঠি সূর্যের পবিত্রতায় ভালোবাসো জোৎস্না রজনীর হাসনাহেনা ঘেরা রুপালী সৌরভে শুধুই আমাকে ভালোবাসো যদি না পারো এমন করে চাইতে তবুও একটিবার কাছে এসে মিছেমিছি নাহয় ভালোবেসো ******************************************************************* কবি নাহয়েও কবিতা লিখার ধৃষ্টতা দেখালাম।কবিতার কথাগুলো অনেক অনেক দিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিলো। তাই কিছুদিন আগে কবিতাটা প্রিয় মানুষের জন্য লিখে ফেলেছিলাম। আশা করি আমার এহেন ধৃষ্টতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।