আমাদের কথা খুঁজে নিন

   

উল্টাপাল্টা মউদুদি(একটি রম্য কবিতা)

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত। https://www.facebook.com/altamash.bd আমার মত জ্ঞানী-গুণী জন্ম নেয়নি আর। তাইতো আমি করতে পারছি এমন আবিস্কার। ইসলামেরই চিরচেনা রূপ আমার এই চশমায় তেরশ বছরের সব ধারনা পুরাই পালটে যায়।

ইসলাম কোন ধর্ম তো নয় এটা এক বিপ্লব। --------------১ নামাজ, রোজা যেটাই বলো ক্ষমতায় যাইতে সব। -------------২ নবীগণ আর সাহাবাদেরকে বানাইছি আমি দোষী। -------------৩ যদিও তাদের উপর থাকেন আল্লাহ্‌ রাজি-খুশি। হাদিসসমূহের মাঝেও আমি ঢুকাইছি সন্দেহ।

-----------------৪ এগুলো দিয়া আমায় যেন ধরতে না পারে কেহ। যদিও ভাই আলেমরা আমায় বহুত বুঝাইছে। আমি তো ইংরেজদের গোলাম আমার কি হইছে? কাফের বইলা আমায় তোমরা দাওনা যতই গালি। আমার আছে ক্যাডার বাহিনী বহুত শক্তিশালী। আমার কথা মানেনা যারা তারাই ধর্মত্যাগি।

ওমা! দিবে নাকি ডাণ্ডার বাড়ি তাইলে আমি ভাগি। --------------------------------------------------------------------------------------------------------------------------------------- সোমবার থেকে ক্লাশ শুরু। তখন থেকে আর নিয়মিত ব্লগে বসতে পারব না। তাই বিরতি নেওয়ার পূর্বেই ভণ্ডদের কিছু হালকা-পাতলা বাঁশ দেওয়ার চেষ্টা করছি আরকি। --ভণ্ডদের বাঁশ দেওয়ামূলক আমার পূর্বের দুইটি পোষ্ট- কালো বিড়াল ভণ্ড বাবা (পির বাবা) ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------- হয়তো খেয়াল করেছেন, কিছু লাইনের শেষে আমি ১,২,৩,৪ সংখ্যাগুলো লিখেছি।

কারণ, পোষ্ট দেওয়ার পর পরেই ছাগুরা আইসা ম্যা ম্যা শুরু করবো যে তাগ নেতা মউচুদি কখনো এগুলা লেখে নাই। তাই আমি মউচুদির লেখা কোথায় এগুলো পেয়েছি সেটা উল্লেখ করলাম ১-নির্বাচিত রচনাবলি( প্রথম খণ্ড)- পৃষ্ঠা নন-৭৫ আধুনিক প্রকাশনী, নভেম্বর-১৯৯১ ২- ইসলামের বুনিয়াদি শিক্ষা, চতুর্থ সংস্করণ-১৯৮৪ আধুনিক প্রকাশনী, পৃষ্ঠা নন-২৭৩ ৩- নির্বাচিত রচনাবলি,(দ্বিতীয় খণ্ড) পৃষ্ঠা নন-৭৪ ও ১৯০ ৪- (৩) নং বইয়ের ১৮৭ নং পৃষ্ঠা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.