আমাদের কথা খুঁজে নিন

   

উল্টাপাল্টা আধ্যাত্মিক ভাবনাগুলো



কোন কিছুই এই পৃথিবীতে অনিবার্য নয়, অবিনশ্বর নয়। সবকিছুই পুরনো হয়, সবকিছুই একসময় নষ্ট হয়ে যায়, মুছে যায়, ধ্বংস বা বিলীন হয়ে যায়। নতুন কোন কিছুর প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। কিন্তু সেই আকর্ষণ একসময় লোপ পায়। মানুষে মানুষে সম্পর্কের ক্ষেত্রেও এটা হয়তো সত্য।

কেউ পুরনোকে আকড়ে ধরে পড়ে থাকে- শুধুই দায়বদ্ধতার অর্গলে বন্দী হয়ে; হয়তো মন চায় নতুন কোনো নৌকোর পাল ওড়াতে। মানুষ মনে রাখে না বা ভুলে থাকতে বাধ্য হয় যে, একদিন তাকে মরতে হবে-চলে যেতে হবে এক অজানা অচেনা জগতে। তবু মানুষ স্বপ্ন দেখে, আশা করে, উন্নতি করতে চায়। চিরন্তন সত্য অজান্তেই ধাওয়া করে তাকে। শেষ বিকেলে এসে বোধগম্যতা আসে।

এবার চলরে ছুটে মসজিদে.... মন বড়ই নরম তখন। মৃত্যু বলে - আয় আয় আয়। অনিবার্য সত্য যদি মনে সবসময় থাকে, তবে কি আর উন্নতি করা যাবে। যদি মনে বার বার উদিত হয় যে, যা কিছুই করিনা কেন আমি ভালো কিংবা খারাপ- আমাকে তো চলে যেতেই হবে। এই পৃথিবীতে তো আর চিরদিন থাকা হবে না।

সৃষ্টি করে সৃষ্ট জীবের আনুগত্য পেতে কিসের মজা সে বোঝার ক্ষমতা আমাদের নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.