আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি বার

পরিবর্তনের জন্য লেখালেখি আমার চোখে রাতের রঙের উত্তরীয় তোমার ছায়ার পিছু পিছু চাইনে, বলে চাইছি কিছু , "রোদ না দিলে, একটু খানি আগুন দিও।" আমার বুকে পলাশ রঙের আঁকলে ছবি। বঞ্চনারই স্বর্ণলতা কথার সুতোয় জড়িয়ে কথা বলতে না দাও, লিখতে দিও উদাস কবি! তোমার হাতে জন্মাবধি দ্বিধার কাঁটা সকল দুয়ার দিচ্ছি খুলে আপন কেটে, আপন ভুলে তবু তোমার মন বাতায়ন পাথর আঁটা। ছুঁইতে না পাই- সে ভয় তো আর নেই, না প্রিয়? আলোকবর্ষ থেকেও বেশি দূর যেখানে হয় না শেষই সেই উঠোনে আরেকটিবার বসতে দিও! ৩০শে জুলাই ২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।