আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি স্ট্যাটাসগল্প

কিচ কিচ কুচ কুচ কাচ কাচ কোচ কোচ!!! একবার এক জাদুকরের সামনে মেঝেতে একটা এক টাকার কয়েন রাখা হল। সেটার উপর একটা প্লেট দিয়ে সেটাকে ঢেকে দেয়া হল। জাদুকরকে বলা হল, "আপনি কি পারবেন প্লেটটাকে কোনরকম স্পর্শ না করে কয়েনটাকে তুলে এনে হাতে রাখতে?" জাদুকর কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর ছু মন্তর ছু বলে এক ধরণের অঙ্গভঙ্গি করে বললেন, "হয়ে গেছে। কয়েনটা এখন আমার কাছেই।

" উপস্থিত মানুষ হতবাক হয়ে বলল, "হতেই পারে না। কই দেখান কয়েনটা। " জাদুকর বললেন, "এই যে দেখুন। " বলে হাতের তেলো থেকে একটা আধুলি বের করে দিলেন তিনি। উপস্থিত লোকজন চেঁচামেচি করে উঠল, "না না এ হতেই পারে না, প্লেটের নিচে ছিল এক টাকার কয়েন, আর আপনার হাতে আধুলি।

" জাদুকর বললেন, "না, প্লেটের নিচে আধুলিই ছিল। ১০০% গ্যারান্টি। " উপস্থিত লোকজন বলল, "না এ হতেই পারে না। আপনি মিথ্যা বলছেন। " জাদুকর বললেন, "আচ্ছা বিশ্বাস না হলে প্লেটটা তুলেই দেখুন।

ওখানে কোন কয়েন নেই আমি নিশ্চিত। ওখানের কয়েনটা এখন আমার হাতে। " উপস্থিত লোকজন বলল, "হতেই পারে না। আমরা সবাই আপনার দিকে তাকিয়ে ছিলাম। আপনি কোন ট্রিক্স খাটান নি আমরা নিশ্চিত।

আর এটাও আমরা জানি আপনার মন্ত্র পড়া ছিল ভুয়া, কারণ জাদু মানেই ট্রিক্স, মন্ত্র বা অলৌকিক শক্তি বলে আসলে কিছু নেই। কয়েনটা অবশ্যই প্লেটের নিচে আছে। " জাদুকর বললেন, "না নেই। " উপস্থিত লোকজন বলল, "যদি থাকে?" জাদুকর বললেন, "থাকবে না। " উপস্থিত লোকজন বললেন, "তবু যদি থাকে?" জাদুকর বললেন, "থাকলে আমি হার মেনে নেব নিশ্চিত।

" অবশেষে উপস্থিত লোকজনদের মধ্যে সর্দার গোছের এক লোক প্লেটটা উঠিয়ে পাশে রাখল। সবাই দেখল, কয়েনটা সেখানেই আছে। জাদুকর হতভম্ভ হয়ে গেলেন। উপস্থিত জনগণ হাসছে। টিটকারির শব্দ ভেসে আসা শুরু হয়েছে জোরেশোরেই।

জাদুকর ভাঙ্গা গলায় বললেন, "কয়েনটা আমার হাতে দাও। আমার জাদুকরি জীবনের শেষ দিনে আমি দেখি, কেন আমার জাদু কাজ করল না। " সর্দার গোছের লোকটি তার হাতে কয়েনটি দিল। জাদুকর সেটি নিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে রইলেন। আস্তে আস্তে তার মুখে হাসি ফুটল।

মুচকি হেসে হতভম্ভ লোকদের জাদুকর বললেন, "প্লেটটাকে কোনরকম স্পর্শ না করেই আমি কয়েনটাকে তুলে হাতে নিলাম। ধন্যবাদ। " (from Ragib Shahriar Nayan) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।