আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইতে মাসিক মুকুল এর ইফতার মাহফিল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

গত ১৮ আগস্ট ২০১০ মঙ্গলবার আরব আমিরাতের দুবাইতে আমিরাত-বাংলা মাসিক মুকুল এর উদ্যোগে এক ইফতার মাহফিল পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ফয়ছল আহমেদের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে আমিরাতে বসবাসরত বিভিন্ন স্তরের বিশিষ্ট বাঙালিজনেরা অংশ নেন। ইফতার পূর্ব আলোচনা সভায় সূধীজনেরা বলেন, আমাদের বাংলাদেশ বিমান ও বাংলাদেশে বিমানবন্দরের সেবা শীঘ্রই বদলাতে না পারলে প্রবাসিরা দেশে বিনিয়োগ করতে অনাগ্রহী হয়ে পড়বে। সেই সাথে সরকারের কর্মকাণ্ড প্রশ্নের সম্মুখিন হবে।

পরে দেশ, জাতি এবং সদস্যপ্রয়াত ফয়ছল আহমেদের পিতা মরহুম হাজী আব্দুর রউফ দিদার এর রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদীন। ইফতার মাহফিল ও আলোচনায় অংশ নেন- বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান, অধ্যাপক আব্দুস ছবুর, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা এক্্রপ্রেস সম্পাদক আলী আকবর হারুন, আমিরাত যুবলীগের সভাপতি সাইফুল আলম, মুকুল পরিজন আমিরাত কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নুরুল হক, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম খান, দুবাই বিএনপির সভাপতি প্রকৌ. রফিকুল ইসলাম খান, ব্যবসায়ি শেহাবুল আম্বিয়া, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, সংস্কৃতিনুরাগী শওকত আলী খান, বাংলাদেশ ড্রাইভিং স্কুল এর স্বত্তাধিকারী মোহাম্মদ এহসান, ব্যবসায়ি দাউদ মোল্লা, ওহিদুল আলম ও মাকসুদ আলম প্রমুখ। মুকুল পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সভাপতি ফয়ছল আহমেদ, সম্পাদক লুৎফুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আজিজ সেলিম, সহ-ব্যবস্থাপনা সম্পাদক খলিলুর রহমান খলু, চীফ রিপোর্টার ফেরদৌস রায়হান, মুকুল পরিজন জিয়ানুল ইসলাম, সাহনী রওশান ও মাহনুর রওশান। বি:দ্র: দুবাইতে ২ দিন সামু না খোলাতে দেরীতে এই পোস্ট দেওয়া হলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.