আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইতে সততার পরিচয় দিলেন আরও এক বাংলাদেশি

আব্দুল হালিম ও নূরে আলমের পর এবার আমিরাতে সততার নজির গড়লো আরও এক বাংলাদেশি। তার নাম সানোয়ার হোসাইন। ভুলবশত ব্যাংক প্রদত্ত পঁচিশ হাজার দিরহাম ফেরত দিয়ে তিনি এই নজির স্থাপন করেন। আজ মঙ্গলবার দুপুরে ব্যাংক কর্তৃক তাকে সততার সম্মান সূচক সনদ প্রদান করা হবে বলে জানা গেছে।

ঘটনার বিবরণ দিয়ে সানোয়ার হোসাইন এই প্রতিবেদককে জানান, শনিবার দুপুরে নিজের সস্বতাধিকারী প্রতিষ্ঠান তামিম তাসিন টেকনিক্যাল ওয়ার্কাস এল এল সি এর প্রয়োজনে শারজাহ ন্যাশনাল পেইন্ট এলাকার এমিরেটস ইসলামী ব্যাংক শাখায় পঞ্চান্ন হাজার দিরহাম এর একটি চেক নিয়ে যান।

এ সময় ব্যাংক কর্মকর্তা একটি প্যাকেট তাকে অর্থ প্রদান করলেও ব্যাংকের প্রতি আস্থা থাকায় সেখানে প্যাকেটটি না খুলে ফিরে যান দুবাইস্থ অফিসে। অফিসে বসে প্যাকেটটি খুলে দেখেন তাতে ৮০ হাজার দিরহাম। যা পুরো পঁচিশ হাজার দিরহাম বাড়তি। বাড়তি অর্থ ফেরত দিতে উদ্যোগী হন তিনি। সাথে সাথে দুবাইস্থ বিমানের রিজিওনাল ম্যানেজার সৈয়দ হাসান হোসেন কাজী কে বিষয়টি অবহিত করলে তার সহায়তায় ব্যাংকে যোগাযোগ করে ব্যাপারটি জানানো হয়।

পরবর্তীতে ব্যাংকের সহকারী ম্যানেজার ও ক্যাশিয়ারের উপস্থিতিতে ঐ বাড়তি পঁচিশ হাজার টাকা ফেরত দেন। সানোয়ারের এমন সততায়  ব্যাংক কর্তৃপক্ষ ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সানোয়ারের এমন সততায় প্রবাসী বাংলাদেশিরাও তাকে অভিনন্দন জানান বলে, সাম্প্রতিক আরব আমিরাতে বাংলাদেশিদের নানা দুর্নাম রটলেও এ সততা সেসব দুর্নাম অনেকটা ঘুচাতে সক্ষম হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.