আমাদের কথা খুঁজে নিন

   

।পৃথিবীর সবচেয়ে দামি খাবারগুলো।

‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ক-তে কামারুজ্জামান, তুই রাজাকার তুই রাজাকার’; ‘গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাকা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ম-তে মুজাহিদ, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ন-তে নিজামী, তুই রাজাকার তুই রাজাকার’; সামনে ঈদ, তাই সবাইকে প্রথমে অগ্রিম ঈদ মোবারক। খেতে আমরা সবাই ভালোবাসি। আজ আপনাদের এমন কিছু খাবারের কথা বলব যেগুলো খেতে হলে আপনার পকেটে ভালো পরিমানে টাকা থাকতে হবে। কারণ এগুলো এই পৃথিবীর সবচেয়ে দামি খাবার। The Golden Phoenix Cupcake পৃথিবীর সবচেয়ে দামি কাপ কেক।

পাওয়া যাবে দুবাইতে এবং খেতে হলে আপনাকে ৪৮ ঘণ্টা আগে অর্ডার করতে হবে। পকেট থেকে দিতে হবে ৩৬৭৬ দিরহাম (মাত্র)। ২৩ ক্যারেট স্বর্ণ পাত, ইটালিয়ান চকলেট, অনেক স্বর্ণ খণ্ড দিয়ে প্রস্তত করা হয় । পরিবেশন করা হয় ২৪ ক্যারেট স্বর্ণ পাতে। The ‘27.321’ cocktail পৃথিবীর সবচেয়ে দামি ককটেল (বোমা না কিন্তু)।

Burj Al Arab (দুবাই) হোটেলে আপনাকে যেতে হবে খেতে হলে । ৬ মাসে মাত্র ১০ টি পরিবেশন করা হয়, তাও বিশেষ অতিথিদের জন্য। দাম বেশি না, মাত্র ২৭,৩২১ দিরহাম । হোটেলের ২৭ তলায় মাটি থেকে ৩২১ মিটার উঁচুতে এটা পরিবেশন করা হয়। সেই জন্যই এটার নাম The ‘27.321’ cocktail।

তৈরি করা হয় ৫৫ বছরের পুরানো single malt natural colour whisky from Moray, Scotland, শুকনো তিতা ফল, বাসায় তৈরি করা ফলের চিনি দ্বারা। পরিবেশন করা হয় ১৮ ক্যারট স্বর্ণের গ্লাসে। খাবেন নাকি এক গেলাস?? The Frrrozen Haute Chocolate এই ডিশটা খেতে হলে আপনার পকেট বা আপনার ক্রেডিট কার্ড থেকে দিতে হবে মাত্র ১৮,৭১৩ ডলার। এটা পৃথিবীর সবচেয়ে দামি dessert। পাওয়া যায় বারাক ওবামা দেশে, Serendipity 3, a restaurant in New York’s Upper East Side ।

পরিবেশন করা হয় সোনার পাত দিয়ে মোড়ানো থালায়, সাথে থাকে ১৮ ক্যারট সোনার এবং ডায়মন্ড এর ব্রেসলেট। চামচটা খাঁটি সোনার তৈরি। ভাগ্যিস টিস্যু পেপারটাও স্বর্ণের না! Le Burger Extravagant খাবারটা এই ধরা ধামের সবচেয়ে দামি বার্গার। কে এফ সি তে পাবেন না, খেতে হলে আপনাকে যেতে হবে জাপানে। দাম বেশি না, মাত্র ২৯৩ ডলার।

এটা প্রস্তুত করা হয় জাপানিজ গরুর মাংস, মাখন, পনির, ডিম আরও নানা পদ দিয়ে। কষ্ট পায়েন না, বার্গার যেমনি হোক না কেন, দাঁত খুচানিতে কিন্তু হীরা বসানো। Sushi Del Oriente নাম বলতেই দাঁত কইটা ভাঙবো কে জানে? এই খাবারটা একজন জাপানিজ ধনী তার বিয়ের প্রস্তাব দেওয়ার সময় তাঁর স্ত্রী কে উপহার দিয়েছিলেন। খরচ পড়েছিল ৮৫,৭২৯ ফিলিপিনিয পেসো। বিখ্যাত রাঁধুনি জনাব Angelito Araneta Jr এটা তৈরি করেছিলেন।

আমার আপনার ভাগ্যে নাই মনে হয়! Buddha Jumps Over the Wall soup নামে মনে কইরেন না এটা জাপান, তিব্বতে পাওয়া যাবে! এটা খেতে হলে আপনাকে যেতে হবে London’s Kai Mayfair restaurant । পৃথিবীর সবচেয়ে দামি এই সুপ এর দাম মাত্র ১০৮ পাউন্ড। তৈরি করা হয় হাঙরের পাখনা, জাপানিজ মাসরুম, সাগরের শসা, বাচ্চা মুরগি আরও কিছু পদ দিয়ে। খেতে হলে আপনাকে ৬ মাস আগে জানাতে হবে। আমার কাছে সবচেয়ে দামি (মূল্যের দিক দিয়ে নয়)খাবারঃ ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি দাম বেশি হবে না তাই আর বললাম না।

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.