আমাদের কথা খুঁজে নিন

   

লিপস্টিক হূদরোগের ঝুঁকি বাড়ায়

রাতের আকশে তারা দেখতে খুব ভাল লাগে........... চাঁদটা যখন আমাকে দেখে মিট মিট করে হাসে................ লিপস্টিক, ফেসওয়াশ ও দাঁতের মাজনে ব্যবহূত রাসায়নিক পদার্থ মানবদেহে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। প্রসাধনে ব্যবহূত এসব রাসায়নিক পদার্থের মাধ্যমে হূদরোগ ও পেশীর সমস্যা হতে পারে। যুক্তরাষ্ট্রের একদল গবেষকের গবেষণায় এ তথ্য জানা গেছে। গবেষকরা জানান, শত শত পণ্যে ব্যবহূত ট্রিকলোশন রাসায়নিক পদার্থের কারণে মস্তিষ্ক থেকে শরীরের অন্যান্য অঙ্গে সঙ্কেত পৌঁছতে বাধার সৃষ্টি হয়। ফলে হূিপণ্ড আক্রান্ত হতে পারে।

বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে কিছু ইঁদুরের ওপর পরীক্ষা চালান। এ সময় দেখা যায় মাত্র বিশ মিনিটের মাথায় শতকরা ২৫ ভাগ ইঁদুরের হিপণ্ডের কার্যকারিতা অস্বাভাবিকভাবে কমে গেছে। এর ফলে গবেষকরা নিশ্চিত হয়েছেন এটি মানবদেহে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যদিও প্রসাধন সামগ্রীর বিশেষজ্ঞরা দাবি করেছেন এসব পণ্যে ট্রিকলোশন নিরাপদ স্তরে রাখা হয়েছে। এর আগে এক গবেষণায় জানা যায়, ট্রিকলোশনের মাধ্যমে থাইরয়েড সমস্যা দেখা দেয় ও প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইসাক পেসাহ বলেন, ট্রিকলোশন রাসায়নিক পদার্থ দেহে সক্রিয় থাকে এবং বিভিন্ন অঙ্গে পরিবাহিত হতে থাকে। ফলে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। ডেইলি মেইল।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.