আমাদের কথা খুঁজে নিন

   

লিপস্টিক

আমি ভাবতে চাই শান্তভাবে নিস্তব্ধতায়, সুবিস্তৃত পটভূমিতে, নির্বিঘ্নে, নিদ্রাতুর চেতনে, এক থেকে অন্য আরেকটিতে ছলকে যাব বলে, কোন প্রতিকুল বা প্রতিবন্ধক অনুভুতি ছাড়াই , ডুবে যেতে চাই গভীর থেকে গভীরতায়, পায়ের তলা থেকে বহুদুরে, নির্মম পৃথক বিচ্ছিনতায় ... গোলাপি, বেগুনী, লাল গাঢ়, হালকা, উজ্জ্বল বাম থেকে ডান ডান থেকে বাম ঘষছি আর ভাবছি তুলছি আর লেপছি কখনো মোহময় কখনো কি বিচ্ছিরি আয়নায় এক অপ্সরা দেখছে এক মেকি বুড়ি অচেনা এই রুপলালসা নিজের সাথেই ভান করি ভাল্লাগে না..আমার ভাল্লাগে না খুঁজে খুঁজে আপন কুঁড়ি ইচ্ছে করে ছুড়ে ফেলি মিথ্যে কাঁচে লেপটে দেই টুকরো করি আলুর মতো ঝোলের মাঝে ফেলে দেই নই তো সত্যি এই আমি নকল সাজে মাতছি তাই সবাই কি অনুভব করে আয়না মাঝে রুপের সই বোকা মেয়ে আমি এক নিজের সাথে কথা কই আমি ক্লান্ত..বিভ্রান্ত অধর নিয়ে ব্যস্ত চেতনার অদৃশ্য ঝুল বারান্দায় ক্যাকটাসের দৃঢ়তায় একরাশ রঙ আর ছলনায় আমায় তাকিয়ে দেখে অভিমানী লিপস্টিক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.