আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ হাইজ্যাক

হাসান গুরু শেষ চুমুক দিয়েই নোনা জলে গা ভাসায়, বারবনিতার দল, পুড়ে যাচ্ছে প্রান্তর,স্বয়ং রোদ পুড়ছে নিজে নিজেই। গতরে গন্ধক মেখে ঘুরে ঝাক ঝাক রাক্ষুসি , অনায়াসে ডুব সাঁতার কাটে বাল্মি কির কাফেলা হিমোগ্লোবিনে নোনা জল লাল। আপেল সংগীতে মনদেয় সুর রসিক বন-বালিকার দল এ পথে ফিরবেনা আর, দ্যাখো থালার মত চাঁদ উঠেছে বাশবাগানের মাথায়, গুহামুখে বসে তারা গোনে কার্তিকের রাত। হরিত গিলে খাওয়ার উৎসব চলে, পাতা ঝরার গল্প শোনায় এমপি-থ্রি। ক্ষুধার্ত পিঁপড়ার মতো বন-বালিকার দল উল্টোরথে হাটে, এবার কাতর হবে পর্বতও বালিকার অভিশাপে। আমরা মোটামুটি প্রস্তুতি নেই অন্য ; আরেকটি প্রান্তর পোড়ানো উৎসবের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।