আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ স্বপ্ন

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা
এই যে ধূলি ধূসরিত মেঠো পথ এই যে পায়ে হাঁটা দ্বিপদী আমি এই যে সূর্যোদয়ের গান গাওয়া জীবন এই যে স্বর্গীয় অমরত্বের পথে মরণ এই যে মৃত স্বপ্নের আমি খুনী আমি... ।। আমার স্বপ্নে ছিলো সবুজ ঘাসফড়িং, ছিলো আলোকিত সোনালি স্বদেশ ছিলো শিশির ভেজা ভোরের স্নিগ্ধতা ছিলো কর্মচঞ্চল কোন চৈতালী দুপুর ।। ছিলো কঠিন মরুতেও মরুদ্যান খুঁজে নেবার শক্তি ছিলো উত্তাল সমুদ্রেও পথ ভোলা নৌকোর তীরে ভেড়ার দিপ্তী ছিলো পূর্ণিমার চাঁদের মত সদা অমলিন হাসি ছিলো পদ্ম পুকুর পাড়ের মাছরাঙা ছিলো কীর্ত্তনখোলা নদীর ধারে ভাবুক মনে বসে থাকা ছিলো পুকুর পাড়ে ছিপ ফেলে থাকা কোন মৎস্য শিকারী ছিলো কাঞ্চনজঙ্ঘার চূড়ায় উঠে মেঘকে স্পর্শ করা ।। ছিলো রূপকথার রাজকন্যা, রাজপুত্তুর, রাজপুরী আর রাখাল বালক ছিলো রক্তজবা ছিলো পাহাড়ী রাস্তায় ফোঁটা নাম না জানা অসংখ্য ফুল ।। এই কংক্রিটের নগরীতে আজ শুধুই টাকা ধরার নেশা, তাতে সবুজ স্বপ্নেরা চাপা পড়ে থাকে কঠিন যান্ত্রিকতায় আর ভীষণ খামখেয়ালী এই আমি তুমিহীনা এই আমি কবেই আমার স্বপ্নগুলোকে খুন করেছি, একে একে । আচ্ছা, স্বপ্ন হন্তারক এই আমায় তোমরা কি শাস্তি দেবে ?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।