আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ এবং আমি



ওখানে সবুজ জুড়িয়ে আছে পুরোটা মাঠ, আর আমি এখানে দাড়িয়ে আছি একলা, আমাদের মাঝে কেউ নেই, কোথাও কেউ নেই। শুধুই আমরা, একে অপরকে দেখছি আর মুগ্ধ হচ্ছি, ভালবাসার কাব্য পড়ছি। সবুজের পাতা, সবুজের ঘাস, সবুজের ক্ষেত, সবুজের রং, সবুজের ঘ্রাণ। আর উপরে আকাশ চুপ, স্তব্ধ, এই নীল, এই সাদা, এই কালো, এই লাল, তার রং নিয়ে বেখেয়াল। আমি সবুজ দেখছি, সবুজ আমাকে দেখছে, আমি গেয়ে যাচ্ছি ভালবাসার গান, মুগ্ধতার কাব্য, সে শুনে যাচ্ছে অবিরাম। সে সবুজ, আমি সবুজ, ঘাস সবুজ, মস্ত দুনিয়াটাই সবুজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।