আমাদের কথা খুঁজে নিন

   

বাতিল হবে কি?

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে মেডিকেলে প্রথম বর্ষে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ রুল জারি করেন। স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষা ছাড়া জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সোমবার হাইকোর্টে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রিট আবেদন করেন। আজ আবেদনের ওপর শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ নিজেই। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানিতে ইউনুস আলী বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ ফলাফলের ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। কবে এ সিদ্ধান্ত হয়েছে আদালত জানতে চাইলে তিনি বলেন, ১২ আগস্ট এমন সিদ্ধান্ত হয়েছে বলে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আদালত বলেন, কোনো নোটিফিকেশন তো হয়নি।

রাষ্ট্রপক্ষে মাহবুবে আলম বলেন, এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। ইউনুস আলী বলেন, ১০টি শিক্ষা বোর্ড ও একটি মাদ্রাসা বোর্ড রয়েছে। একেক বোর্ডের পরীক্ষা একেক রকম। আদালত বলেন, বিষয়টি এক্সামিন করা যেতে পারে। রুল দেওয়া হচ্ছে।

যদি নোটিফিকেশন না হয়ে থাকে, তাহলে রুল অকার্যকর হয়ে যাবে। sutro.. prothom alo ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।