আমাদের কথা খুঁজে নিন

   

বাতিল প্রেম



প্রতিনিয়ত আমি হতাশায় থাকি আর চূর্ণ-বিচূর্ণ আয়নার সামনে আমার বিবর্ণ চোখ খুঁজে খুঁজে ক্লান্ত হয়,হারানো অপ্সরীর খোঁজে। অতঃপর ক্লান্ত চোখের কালোসাদাকাশে জড়ো হয় মেঘ মেঘ বলে কিছু নেই অথচ সে মেঘের আড়ালেই লুকোচুরি করে বাতিল হওয়া আমার শতশত প্রেম। অবশেষে হঠাৎ কখন মনে এসে ভিড় করে পূর্ণদৈর্ঘ্য সেদিনের সেই ছায়াছবি। কতই বা পুরনো সেইসব দিন,যেখানে পবিত্র শরীরের ভিতর বিচরণ করা অনন্ত ধুলোরাশি আর সুদীর্ঘ অশ্রুর নদী এখনও গভীর তৃষ্ণার্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।