আমাদের কথা খুঁজে নিন

   

দানব

হঠাৎ ঝড় , একটা দানব নিদারুণ আক্রোশে ,প্রচণ্ড শক্তিতে ঝাঁপিয়ে পরে , ছিন্ন করে সব । ঘাড়ে দানবটার তপ্ত নিঃশ্বাস, ঠোঁট , চিবুক ,কপোল , ধীরে ধীরে দৃঢ় হয় মুষ্টিবদ্ধ চুল । গলায় রাবণের নিঃশ্বাস যেন শুষে নেবে রক্ত এপাশ , ওপাশ তপ্ত শ্বাস । এক থাবায় হাওয়া হয় বসন । শত যত্নে লালিতআব্রুতে পিপাসা মেটাবে , রাবণ।

আদিম হিংস্র থাবায় শিহরণে ছিন্ন ভিন্ন প্রতিটি স্নায়ু। যেন দোলা , নাগরদোলায় । লোমশ বুক পশু শক্তিতে পরাজিত হয় আকুতি মুক্তির, পিষে ফেলে । ঝড়ের সূর্য মধ্য গগনে, ধ্বংস হচ্ছে সব। পুরে ছারখার ,শো শো বাতাস এক একটা থাবা অনুভব করে প্রতিটি রোমকূপ।

শুনশান নিরবতা , হিমেল বাতাস , শান্তি। দানবটার চোখে ভালোবাসা, ভুল নাকি ?? দানবটা দুহাতে জড়িয়ে ধরে যেন সোনার কমল জয়ী যুদ্ধে। তরুণী,লোমশ বুক করে অনুভব । মুখ লুকায়, মনে বলে দানবটারে ভালোবাসি, দানব । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।