আমাদের কথা খুঁজে নিন

   

কি ভাবে Third - Party Payment Services নিরাপদে ব্যবহার করা যায় তার কিছু টিপস

BullGuard Antivirus কি ভাবে Third - Party Payment Services নিরাপদে ব্যবহার করা যায় তার কিছু টিপস ওয়েব ইউজারদের মধ্যে যারা Online Transactions করে থাকেন তাদের কাছে Online Third Party payment services দিন দিন জনপ্রিয় হয় উঠছে যেমনঃ- PayPal, Escrow and Amazon.com etc. এই সকল web site এর নাম কাজে লাগিয়ে হ্যাকাররা আপনার Credit কার্ডের তথ্য চুরি করতে পারে এ থেকে বেচে থাকার কিছু উপায়ঃ- ০১. প্রথমেই নিশ্চিত হতে হবে যে Third Party Payment Services ব্যবহার করার পূর্বে আপনি যে ওয়েব সাইট এ অ্যাকাউন্ট খুলতে চান সেই ওয়েব সাইটি কতটুকু বৈধ এবং নিরাপদ • তাদের সেবা সম্পর্কে অন্যান্য ইউজাররা কি ধরনের মতামত প্রকাশ করে তা যাচাই করা • তাদের Privacy Policies সাবধানের সহিত পড়া এবং Better Business Bureau (BBB) এর মাধ্যমে কম্পানীর লোগো যাছাই করা • তাদের ওয়েব সাইট এ সিকিউরিটি সাইন “S” আছে কি না যেমন https:// (“S” stands for secure) ০২. Account এর Password টি খুব শক্তিশালী হওয়া উচিত যাতে সহজে হ্যাকাররা হ্যাকিং করে Password টি পুনরুদ্ধার করতে না পারে। ০৩. Online এ কোন পণ্য বা সেবা ক্রয় করলে অবশ্যই সেই Online এ পণ্য বা সেবা দানকারী প্রতিষ্ঠানের বৈধতা ও নিরাপত্তা যাচাই করা ০৪. কোন Third Party Payment Service যদি আপনার কাছে আপনার Password চায়, Credit Card Data, Bank Account Number তা হলে ধরে নিবেন যে এটি Hacking Purpose এ দেয়া কোন Spam Message. BBC Survey অনুযায়ী BullGuard Antivirus Online Payment এর নিরাপত্তায় সবচেয়ে কার্যকর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.