আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ির সাথে সাথে নারীকে ফ্রি হিসেবে চান?তবে চলে আসুন আমাদের দলে!

আমি খুব সাধারণ একজন। সাধারণের ভিড়েই আমার বেড়ে ওঠা ,সাধারণের ভিড়েই বিচরণ আর সাধারণের ভিড়েই পথ চলা ...... এটা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন... এখানে যে আবুলটাকে দেখতে পাচ্ছেন সে সেই ইউনিভার্সিটি তে এমবিএ করে এমন জসিলা কনফিডেন্স পাইসে যে সে গত ১৮ মে নিজের গাড়ি কিনে ফেলেছে... আহা, গাড়ি কিনতে এখন আর টাকা লাগে না, কনফিডেন্সই যথেষ্ট, আর গাড়ির সাথে মনে হয় নারী টা ফ্রি পাইসে... এমন ইউনিভার্সিটিতে পরলে গাড়ি তো হবেই, র‍্যাম্প মডেল গার্ল ফ্রেন্ড ও থাকবে... দেখুন গরু খুজিবার আরও একটি সহজ সবুজ পথ ........!! তো আর দেরী কেন আজই আজই চলে আসুন...  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।