আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ির টিপস : ব্রেক ফেল হলে

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience দুর্ঘটনা বস্তুটি এমনই যে এটি বলে কয়ে আসে না! আর গাড়ি চালানোর ক্ষেত্রে এই কথাটি শতভাগ প্রযোজ্য। গাড়ি চালানোর নিরাপত্তার প্রথম শর্তটি হল সকল পরিস্থিতিতেই মাথা ঠাণ্ডা রাখা। যেমন ধরুন , আপনি ৬০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ ব্রেক-এ পা দিয়ে দেখলেন ব্রেক কাজ করছে না !কয়েকবার পাম্প করলেন তারপরও কাজ করছে না। কী করবেন এই পরিস্থিতিতে? ১. প্রথমেই ইমার্জেন্সি লাইট অন করে দিন ২. ম্যানুয়াল গাড়ি হলে গিয়ার কমিয়ে আনুন ৩. তবে একবারে তিন বা পাঁচ নাম্বার থেকে এক নাম্বারে আসবেন না।

এতে গিয়ার বক্সের ভেতরে গিয়ার ভেঙে যেতে পারে। তাই ঠাণ্ডা মাথায় পর্যায়ক্রমে তিন থেকে দুই, তারপরে এক নাম্বারে গিয়ার সিলেক্ট করুন। ৪. এক্সিলারেটর থেকে পা পুরোপুরি উঠিয়ে নিন। ৫. গাড়ির গতি কমে এলে স্টার্ট বন্ধ করে দিন এবং আস্তে আস্তে হ্যান্ড ব্রেক টেনে গাড়িকে থামিয়ে দিন। তবে এই সময় সবচাইতে বড় পরামর্শ হল মাথা ঠান্ডা রাখা।

কারণ এই পুরো প্রক্রিয়াটির মাঝখানেই আপনাকে হয়তো সিগন্যাল ভাঙতে হতে বা অন্য থেমে থাকা গাড়িকে পাশ কাটিয়ে যেতে হবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।