আমাদের কথা খুঁজে নিন

   

আমরা জাতি গত ভাবে খুবই হীন-মন্যতা-সম্পূর্ন একটা জাতি ...

অনেক কিছুতেই নাক গলাই যাহা না গলালেও পারি !! ''' We are the Blond race of the north We are the noble people of the world ''' Adolf Hitler ... যখন একটা জাতি নিজেকে সম্ভম , উচু , শ্রেষ্ট বলে দাবী করে তখন তাকে প্রচেষ্ট হতে হয় যাতে সেই সবার থেকে ভালো পারাদর্শি হয় অথবা তাকে তার জায়গা ধরে রাখতে হয় ... শক্তি , ক্ষমতা , অর্থনীতি , সর্বসাকুল্যে সাক্ষ্য রাখতে হয় - উদাহারন ঃ ক্রিকেট শক্তি শালী দেশ যারা হয় তাদের সম্ভম অনেক বেড়ে যায় -যেমন অস্টেলিয়া কয়েক দিন আগে ছিল -টানা শুধু জয় পাছিল -তারা প্রথম থাকতে চেয়েছে কিন্তু অন্য অন্য দল অনেক ভালো করায় তারা রেইস থেকে পিছিয়ে গিয়েছে তাই বলে কি তারা চেষ্ট ছেড়ে দিয়েছে -? না তারা আবার পরাশক্তি শালী হয়ে ফিরতে চায় ---এইটাই স্পীড আমরা বাঙ্গালী নিজেদের যত পারি ছোট করি --নিজেরাই --- নিজেই যখন নিজেকে ছোট করি অন্য কেউ তো আমাদের সম্মান দিবে না - যে জাতি সম্মানিত কে সম্মান এবং নিজ জাতিকে নিয়ে গর্বো বোধ করতে পারে না সেই জাতি বাঙ্গালী জাতি রয় ... চুরি করবো - ধরা খাবো -- কিছু মানুষ বলবে আমরা বাঙ্গালী না তার মানে আমরা প্রশ্রয় দিচ্ছি / ? আশ্রয় এর ব্যবস্থা করছি ...এই গালি নিজের জাতি গায়ে লেপটে থাকুক তাই চাইছি অথবা নিজের গায়ের থু থু মুছার কোন চেষ্টা করছি না -- তার মানে আমরা নিচু ছিলাম নিচুই থাকবো ? আস্পর্শ এর মতো -- মুরগি ছিলা কিছু বাইরে থেকে আসলে আমরা চিরিয়াখানার বান্দর যেমনে দেখে সেভাবে তাকিয়ে থাকবো ? এমন ভাব যেন সাদা-চামরা এর প্রত্যেক মানুষই টমক্রুস ? হায় বাঙ্গালী - মুখে গর্বো বোধ ছাড়া আর কিছু নাই -- নিজের দেশের ব্যান্ড কোম্পানীকে নিজেরাই ধুলিসাৎ করতে কার্পন্য বোধ করি না - অথচ আমেরিকার জেনারেল মোটরস , সিটি ব্যাংক , এলিকো যদিও দেউলিয়া হয়ে যায় তাহলে সরকার সেই কোম্পানী গুলোকে বাচাঁ - আর এই দেশ একটা কৌতুক পূর্ন দেশ ...এর থেকে বেশি ভালো শব্দ ভান্দার আমার কাছে নেই ...... একশ কেজি ওজনের হতাশা নিয়ে বললাম -- আমাদের চেঞ্জ দরকার - স্পৃহা দরকার -- জাতি গত গর্বো দরকার - জাতি গত ঐক্য দরকার - '''Our People awake One Volk, One god , one Reich ''' Buy only from Bangladesh '' হিটলারে দেশের যায়গায় নিজের দেশে কে দেখতে চাই - এমন...আমরা পারবো - সুযোগ করে দেক - একজন লিডার ...মুখে খৈ ভাজা- নয় --চাই সাম্যতা - চাই উদ্দম্য- চাই শক্তি - নিচু ভাবে না -- কারো মুখাপেক্ষী হয়ে না - নিজ ক্ষমতা বলে চলা ... কমেন্ট করলে সম্পূর্ন পড়ে যুক্তি কোন কথা বললে ভালো হয় ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.