আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচটি অনুকবিতা কিঞ্চিৎ লুলিয় হইতে পারে

অজ্ঞাতসারে আজ চলে যেতে চাই। দূরে. . . .বহু দূরে অজানায়. . . . ১। আমার যত কাম আবেগ সব আজ বালিশ আর বিছানাতে গড়াগড়ি খায়। তোমার দেহের গন্ধ শুকতে নাকও ব্যর্থ চেষ্টা করে যায়। ২।

চামড়া পুড়ছে রুদের তাপে... ভিতরটা পুড়ছে সিগারেটের ভাপে। মন পুড়ছে তোমার তাপে। কাম পুড়ছে তুমার নিগ্রহ তে...। ৩। প্রেম নামের নরকের কিট কুরে- চিরে আমায় খাচ্ছে।

সেই কিট অতি নিষ্ঠুর। তোমার পচা-গলা হৃদয় সেই কিট জন্ম দিচ্ছে। ৪। বৃষ্টি হলে কেমন যেন উদাস হয়ে যাই। চোখের সামনে ভেসে উঠে বৃষ্টি ভেজা- কামার্ত ঠোঁট তোমার।

জানি আজ নিষিদ্ধ আমি । কোন অধিকার নেই আমার। ৫। আমি দিয়েছিলাম তুমায় ঠোঁটে উষ্ণ চুম্বন। আমার বাহুডোরে ছিলে বন্ধী।

সেই ঠোঁটে কাপবেনা কি!!!? যখন আরেক গাঞ্জাখোর দেয় সেটা। । জানি কাপবেনা। :পি কারন তুমি গাঞ্জাখোর কে করেছ প্রেমিক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।