আমাদের কথা খুঁজে নিন

   

জীবনানন্দ দাস

একদিন দিয়েছিলে যেই ভালোবাসা , ভুলে গেছ আজ তার ভাষা ! জানি আমি, - তাই আমিও ভুলিয়া যেতে চাই একদিন পেয়েছি যে ভালোবাসা তার স্মৃতি - আর তার ভাষা ; পৃথিবীতে যত ক্লান্তি আছে , একবার কাছে এসে আসিতে চায় না আর কাছে যে - মুহূর্তে; - একবার হয়ে গেছে, তাই যাহা গিয়েছে ফুরায়ে একবার হেঁটেছে যে, - তাই যার পায়ে চলিবার শক্তি আর নাই ; সবচেয়ে শীত , - তৃপ্ত তাই । কেন আমি গান গাই ? কেন এই ভাষা বলি আমি ! - এমন পিপাসা বার - বার কেন জাগে ! প'ড়ে আছে যতটা সময় এমনি তো হয় । সূত্রঃ আলোর মেলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।