আমাদের কথা খুঁজে নিন

   

আমার জীবনানন্দ

আমি যেন এক মেঘ হরকরা

আমার জীবনানন্দ: মোশতাক আহমদ আমার জীবনে জীবনানন্দ দাশ সদা পরিবর্তনশীল এক সর্বব্যাপি উপস্থিতি । আমার জীবনের চার দশকে জীবনানন্দের রুপান্তর ঘটেছে বারবার। শৈশবের ’আবার আসিব ফিরে’র সাথে নানা বাড়ীর নদী সুগন্ধা- কীর্তনখোলার বাস্তবতা ; তারপর ’কাব্য সম্ভার’ হাতে এসে উপহার দিল নাওয়া-খাওয়াহীন কলেজ জীবন- ”কী এক বোধ জন্ম লয়” - সত্যিই তো ! নিজের কবিতা ছাপা হবার পর থেকে ’সমারূঢ়’ আর স্বৈর শাসনের দিনগুলোতে ’অদ্ভুত আঁধার এক’ ভিন্নতর ব্যাখ্যার অবকাশ এনে দেয়নি কি কবিতার, কবির? জীবনানন্দের গল্প উপন্যাস পড়ার পর আমার কাছে আরও ব্যাপকতর ও আরও কৌতুহল জাগানিয়া উপস্থিতি তার নারী চরিত্রদেরকে ঘিরে : কৌতুহলের কিছুটা প্রশমন খুঁজে পাই আনিসুল হকের উপন্যাসে, স¤প্রতি আকবর আলী খানের সাক্ষাৎকারে ।বনলতা সেনকে নিয়ে তাঁর ground breaking গবেষনার বই আসছে/ আমার জীবনানন্দের হীরামানিকের খনি খনন ও উত্তোলন চিরদিনই পুরোদমে চলছে; সম্পূর্ন জীবনানন্দকে তবু কি পাওয়া হবে আর মানুষের, মানুষীর?...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।