আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকদিন পরে পরেই Adobe Flash Player -এর নতুন আপডেট প্রকাশ করা এবং তা পুনরায় ইনষ্টল করার প্রয়োজনীয়তাটা কি?

নীরবতার নীল যন্ত্রনা শেষে অকস্মাৎ মুখর একজন আজ পিসিতে ঢুকেই দেখতে পেলাম- Adobe Flash Player -এর নতুন আপডেট ডাউনলোড করবো কী না , সে বিষয়ে 'প্রম্পট করে মেসেজ' ! এ নিয়ে বেশ কয়েকবার হলো, এ রকম মেসেজ পেয়ে Adobe Flash Player -এর নতুন আপডেট ভার্সন ডাউনলোড করেছি এবং তা যথারীতি Install করেছি। কিন্তু তাতে করে কোনবারই Adobe Flash Player -এর নতুন আপডেট ভার্সনে তেমন কোন গুণগত উল্লেখযোগ্য পরিবর্তন পাইনি। একবার ভাবলাম, Adobe Flash Player -এর নতুন ভার্সন দিয়ে হয়তো You Tube -এর ভিডিওগুলো আরো ভালোভাবে- কোনপ্রকার বাফারিং ছাড়াই বেশী স্পীডে দেখা যাবে। কিন্তু নাহ ! অবস্থা যা ছিলো তাই ! আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য। Adobe Flash Player -এর পুরনো ভার্সনগুলোতে বিভিন্ন ভিডিও খুব সহজেই পুনরায় চালিয়ে দেখা যেতো। শুরুতে শুধু একবার 'শতভাগ বাফারিং শেষ হয়ে গেলে' পুনরায় Progress Indicator টি পেছনে টেনে দিয়ে ভিডিওটি বারবার বিভিন্ন Progress পজিশন থেকে নতুন করে দেখা যেত। কিন্তু অবাক হলেও সত্য এই যে, নতুন ভার্সনগুলোতে Progress Indicator টি পেছনে টেনে দিলেও সে স্থান থেকে পুনরায় ভিডিওটি চালু না হয়ে বরং নতুন করে 'Buffering' শুরু হতে থাকে, যা বেশ বিরক্তকর ! আমার প্রশ্ন হচ্ছে , বিশেষ কোন সুবিধা যখন পাচ্ছিই না, তখন কয়েকদিন পরপরই Adobe Flash Player -এর আপডেট দেওয়া বা গ্রহণ করার প্রয়োজনটা কি? এ বিষয়ে কেউ কি বিস্তারিত কিছু জানেন? Adobe Flash Player কি কোনদিনই পূর্ণাঙ্গতা পাবে না? না কি সারাজীবনই এর আপডেট ডাউনলোড করে যেতে হবে? Antivirus software -এর নিত্য নতুন আপডেট বের হওয়া ও তা গ্রহণ করার যৌক্তিকতাটা বোঝা যায়, কিন্তু Adobe Flash Player-এর পুনঃ পুনঃ আপডেট এর প্রয়োজনীয়তাটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যারা এ বিষয়ে ভালো জানেন, তারা কি একটু বুঝিয়ে বলবেন ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.