আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর ইতিহাসের বৃহত্তম ১০ সাম্রাজ্য( Ten largest empires in world History) ।

প্রবাসী শিশু সাহিত্যিক সুকুমার রায় এর “বিষম চিন্তা” কবিতার প্রথম দুই লাইন দিয়ে লেখাটা শুরু করি। “মাথায় কত প্রশ্ন আসে,দিচ্ছে না কেউ জবাব তার/ সবাই বলে মিথ্যে বাজে বকিস না আর খবরদার” আপনারা বিশ্বাস করুন, আমি মিথ্যেও বকছি না এবং বাজে প্রশ্নের উত্তর ও খুজছি না। অর্থাৎ আমার চিন্তা কোনক্রমেই বিষম চিন্তা নয়, তবে হ্যাঁ চিন্তা বটে। গাঁজা খেলে নাকি “ Flight of thoughts” হয়। অর্থাৎ এক চিন্তা থেকে অন্য চিন্তা আসে।

গাঁজাখোর এভাবেই নাকি চিন্তার জাল বুনতে থাকে । যারা গাজা খেয়েছেন ( আমার বিশ্বাস ছাত্র জীবনে দু এক টান কৌতুহল বশতঃ অনেকেই দিয়েছেন) তারাই তা ভাল বলতে পারবেন। আমি গাঁজা খাই নি কিন্তু “Flight of thoughts” সমস্যার মুখোমুখি পড়ি হর হামেশাই। এম,বি,বি,এস এর ৩য় বর্ষে ফরেনসিক মেডিসিনে“Sexual Perversion” একটা অধ্যায় ছিল। সে গুলোর মধ্যে অনেক কিছুই স্বাভাবিক লোকের মধ্যেই পাওয়া যায়।

তা হলে তারা কি Pervert ? না, তা নয় । যদি অস্বাভাবিক হয় তখনই তাকে Perversion বলা যায়। সুতরাং আমার Flight of thoughtsকে স্বাভাবিক ধরে নিয়েই লিখতে শুরু করি। আজ সকালে ঘুম থেকে উঠে যথারীতি এক মগ কফি নিয়ে কম্পিউটারে বসলাম। মাথায় প্রশ্ন এল ইতিহাসের শ্রেষ্ঠ রাজা বা সম্রাট কে কে ছিলেন? গুগল এ অনুসন্ধান করে অনেক কিছুই পেলাম ।

ব্লগে একবার ইংরাজী লিখেছিলাম দেখে এক ব্লগার আমাকে মৃদু ভাষায় ভর্তসনা করে মাতৃ ভাষায় লেখার অনুরোধ জানিয়েছিল। তাই তার সে ভর্তসনা মাথায় আসাতে “ Search” না লিখে অনুসন্ধান লিখলাম। গোড়াতেই বলেছিলাম Flight of thoughts এর কথা। অর্থাৎ শ্রেষ্ঠ সম্রাট থেকে মনে প্রশ্ন এল সাম্রাজ্যের- সবচে’ বড় কোন কোন সাম্রাজ্য ছিল? অনেকেই প্রশ্ন করবেন তবুও দু একটা ইংরাজী আমি কেন লিখছি? কোন উপায় নেই ভাই, লিখতেই হবে। ইতিহাসের সবচে’ বড় সাম্রাজ্য তো বৃটিশ সাম্রাজ্যই ছিল আর আমরাও ছিলাম এক সময় তারই অংশ।

ধান ভানতে শিবের গীত অনেক গাওয়া হল এবার চলুন আসল কথায়। ইতিহাসের সবচে’ বড় ১০ সাম্রাজ্য - ১) বৃটিশ সাম্রাজ্য- আয়তন- ৩ কোটি ৩৭ লক্ষ বর্গ কিলোমিটার, পৃথিবীর মোট ভুভাগের ২২.৬৩ %, ১৯২২ সাল, লোক সংখ্যা- ৪৫ কোটী ৮০ লক্ষ, পৃথিবীর জন সংখ্যার ২০%। ২) মোঙ্গল সাম্রাজ্য (চেঙ্গিস খান)-আয়তন ২ কোটী ৪০ লক্ষ বর্গ কিলোমিটার, পৃথিবীর মোট ভুভাগের ১৬.১১%, ১২৭০সাল এবং ১৩০৯ সাল, লোকসংখ্যা- ১১কোটি ত্রয়োদশ শতাব্দীতে ৪২ কোটি ৯০ লক্ষ মোট জন্সংখ্যার ২৫.৬০% ৩) রুশ সাম্রাজ্য- আয়তন- ২ কোটী ৩০ লক্ষ বর্গ কিলোমিটার, পৃথিবীর মোট ভূভাগের ১৫.৩১% ১৮২২ সাল, লোকসংখ্যা- ১৭ কোটি ৬৪ লক্ষ - ১৯১৩ সালের পৃথিবীর মোট জনসংখ্যার ৯.৮০% ৪) স্প্যানিশ সাম্রাজ্য- আয়তন- ২ কোটী বর্গ কিলোমিটার, পৃথিবীর মোট ভূভাগের ১৩.৪৩ %, ১৭৪০-১৭৯০ খৃস্টাব্দ, লোকসংখ্যা- ৬ কোটি ৮০ লক্ষ্ অস্টাদশ শতাব্দীর পৃথিবীর মোট জনসংখ্যার ১২.৩% ৫) আকামেনিদ সাম্রাজ্য- আয়তন ১কোটি ৮০ লক্ষ বর্গকিলোমিটার, পৃথিবীর মোট ভূভাগের- ১০.৭২%, ৫০০ খৃস্টপূর্বাব্দে, মোট জনসংখ্যা- ৫ কোটি, সে সময়ের মোট জনসংখ্যার -৪৪.৫% ৬) কিং সাম্রাজ্য- আয়তন- ১ কোটী ৪৭ লক্ষ বর্গ কিলোমিটার, মোট ভূভাগের ৯.৮৭%, ১৭৯০ সাল, লোকসংখ্যা ৪৩ কোটি ২২ লক্ষ, সে সময়ের মোট জনসংখ্যার ৩৬.৬০% ৭) ইউয়ান সাম্রাজ্য- ১ কোটি ৪০ লক্ষ বর্গ কিলোমিটার, মোট ভূভাগের ৯.৪%, ১৩১০ সাল, মোট জনসংখ্যা ৫ কোটি ৯৮ লক্ষ , সে সময়ের পৃথিবীর মোত জনসংখ্যার ১৭.১০% 8) দ্বিতীয় ফরাসী সাম্রাজ্য- আয়তন- ১ কোটি ৩০ লক্ষ বর্গ কিলোমিটার, মোট ভূভাগের ৮.৭৩%, ১৯৩৮ সাল, লোকসংখ্যা- ১১ কোটি ২৯ লক্ষ, সে সময়ের পৃথিবীর মোট জনসংখ্যার ৫.১০% ৯) আব্বাসীয় খিলাফত- ১ কোটি ১১ লক্ষ বর্গ কিলোমিটার, ৭৫০-৮৫০ খৃস্টাব্দ, মোট জনসংখ্যা- ৫ কোটি, সে সময়ের পৃথিবীর মোট জনসংখ্যার ২০.০০% ১০) তাং সাম্রাজ্য- আয়তন- ১ কোটি ১০লক্ষ, মোট ভূভাগের- ৭.৪৫%, ৬৬৩ খৃস্টাব্দ লোক সংখ্যা – ৮ কোটি, সে সময়ের লোক সংখ্যার ২৯.৫০ সূত্র- এখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.