আমাদের কথা খুঁজে নিন

   

পোষা বাদুড়

একটা বাদুড় ক্রমাগত অসংলগ্ন আলাপ চালিয়ে যাচ্ছে আমি বিরক্ত হয়ে ভাবছি আর একটিও কথা বললে বাদুড়টার মুখ চেপে ধরব কিন্তু পারি না কারণ বাদুরটা যে আমার পোষা হয়তোবা মানুষ বিকৃত মুখে প্রশ্ন করতে পারে মাতাল বাদুড় ও আবার কেউ পোষে নাকি? আমি ম্লান হেসে উত্তর দিব আমার মাতাল বাদুড়টা তোমাদের খাচায় আটকানো তোতা পাখির চেয়ে ঢের ভালো আমার সাফল্য ক্ষীয়মান জেনেও সে স্বার্থপর পাখির মত মুক্তির খোজে চলে যাবে না তাই তার জ্ঞানের অন্ধত্বকে স্বী্কার করে আমি তার শীতল ডানার নীচে আমার অস্তিত্বকে খুজে পেতে চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।