আমাদের কথা খুঁজে নিন

   

পোষা বেড়ালটির প্রতি

mail.aronno@gmail.com আগুন নিভে গ্যাছে এমন বোধ থেকে গুটিয়ে নিলাম হাত যে কোনো গল্পই জমে উঠতে পারে আকাশে মৃত-পাখি অথবা বৃদ্ধ অযথা এখানে রেখে যেয়ো না প্রথা উষ্ণ তালুতে জেগে উঠে রেখা হে বণিক, নষ্ট-হৃদয়ের মূল্য বাড়িয়ো না আর শৈশব থেকে ক্রয় করো না সুতা নিষিদ্ধ ঘুড়ি উড়ছে দ্যাখো একা একা খাদ্য-গন্ধ অথবা বিছানার লোভ ঘুমন্ত আমাকে শুনিয়ো না বিশুদ্ধ সামাজিকতা রং দিয়ে মুছে দিই রং একটি ক্ষুদ্র চিত্র দিয়ে ঢেকে রাখি পৃথিবীর মুখ পোষ্য যে আমি ভেতরে ভেতরে গজিয়েছি নোখ নিজেরই হৃদয় চিরে জেনেছি নিভে যাওয়া আগুনের পাশে বৃদ্ধরা জেগে আছে, বৃদ্ধরা জেগে থাকে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।