আমাদের কথা খুঁজে নিন

   

বুড়ো নাপিতের ভূত পোষা..

প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়। গল্পটি অতি পুরাতন। সবাই জানেন। তবুও বলতে ইচ্ছে করছে তাই বলছি। যার ইচ্ছে পড়বেন, যার ই্চ্ছে পড়বেন না।

কারো মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এত পুরাতন একটি গল্প কেন আপনার হঠাৎ মনে পড়লো আর কেনই বা সবাইকে জানানোর ইচ্ছে হলো.... গল্পের নাপিত কৌশলে দু'টি ভূতকে বশ করেছিল। কিন্তু তারা তাকে দেয় একটি শর্ত। শর্তটি আর কিছুই নয়, তাদের সর্বদা কাজ দিতে হবে। অন্যথায় অবসর পেলেই তারা তার ঘাড় মটকাবে। বহু চিন্তা করে বুড়ো নাপিত এক বুদ্ধি বের করে।

ভূতদের হুকুম দেয়, ''যা দেশের সবচাইতে দীর্ঘ, মজবুত ও সরল বাঁশটি নিয়ে আয়। তারপর সেটিকে আচ্ছা করে মশৃনভাবে পরিষ্কার কর। ভালভাবে তৈল মাখিয়ে উঠোনে গর্ত করে খাড়াভাবে স্থাপন কর। এবার এটার চুড়ায় ওঠার চেষ্টা কর। '' আমাদের দেশেও ৯১ পরবর্তী সময়গুলোতে দেখছি সরকার ও বিরোধীদল পরষ্পরকে ভূত জ্ঞান করে একে অপরকে ভূতের মতোই খাটিয়ে চলছে।

ক্ষমতায় গিয়ে সরকারী দল মনে করে বিরোধি দলকে যদি শান্তিতে রাখি তবে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাদেরকে মামলা, হামলা, আর গ্রেফতারের বাঁশ দিয়ে ব্যাস্ত রাখতে হবে। আর বিরোধি দল মনে করে সরকারকে যদি শান্তিতে থাকতে দেই তবে ওরা আমাদেরকে আরও বেশি কষ্ট দেবে। সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করে জনগনের আস্থা অর্জন করে দ্বিতীয়বার ক্ষমতায় আসবে। তাই তারাও সরকারকে হরতাল, অবরোধ, ওয়াক আউটসহ নানা রকম আল্টিমেটামের বাঁশ দেয়।

আর এদের এই পাল্টাপাল্টি বাঁশ আদান প্রদানে সত্যিকারের ডলা খায় জনগন। বর্তমানে চলছে যুদ্ধাপরাধের বাঁশ বনাম তত্ত্বাবধায়ক ইস্যুতে আল্টিমেটামের বাঁশ। কিছুদিন পূর্বের আলোচিত ঘটনা ছিল ঢাকা চলো বাঁশ বনাম সরকারী হরতাল বাঁশ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.