আমাদের কথা খুঁজে নিন

   

সাঁতারে শিওয়েনের ঝড়

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। ফেলপসের ইতিহাস গড়ার দিনে পুলে আবারও ঝড় তুলেছেন চীনের ১৬ বছর বয়সী মহিলা সাঁতারু ইয়ে শিওয়েন। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্বরেকর্ড গড়া এই সাঁতারু ২০০ মিটার মিডলেতেও সোনা জিতেছেন। লন্ডন অলিম্পিকে দ্বিতীয় সোনা জেতার পথে ২ মিনিট ৭.৫৭ সেকেন্ড সময় অলিম্পিক রেকর্ড গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার অ্যালিসিয়া কোটস রৌপ্য এবং যুক্তরাষ্ট্রের কেটলিন লেভারেনজ ব্রোঞ্জ পদক পেয়েছেন।

শিওয়েন বিশ্বরেকর্ড গড়ে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জেতার পর পশ্চিমা গণমাধ্যম চীনাদের বিরুদ্ধে ডোপিংয়ের ইঙ্গিত দেওয়া হচ্ছিল। কিন্তু অলিম্পিক কর্মকর্তারা জানিয়েছেন, শিওয়েনের ড্রাগ টেস্টের ফলে কোনো সমস্যা পাওয়া যায়নি। মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে অলিম্পিক রেকর্ড (১ মিনিট ৫৩.৬১ সেকেন্ড) গড়ে সোনা জিতেছেন মার্কিন অ্যালিসন স্মিট। ফ্রান্সের ক্যামিল মাফেত রূপার ও অস্ট্রেলিয়ার ব্রনটি ব্যারেট ব্রোঞ্জ পদক জিতেছেন। ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ইতিহাস গড়ার আগে প্রিয় ইভেন্ট ২০০ মিটার বাটারফ্লাইয়ে হতাশ হতে হয়েছে মাইকেল ফেলপসকে।

প্রায় শেষ পর্যন্ত এগিয়ে থেকেও সোনা জিততে পারেননি সর্বকালের সেরা এই সাঁতারু। ফেলপসের .০৫ সেকেন্ড আগে হাত ছুইয়ে সোনা জিতে নেন চ্যাড লি ক্লস (১ মিনিট ৫২.৯৬ সেকেন্ড)। রূপা জিতেছেন জাপানের তাকেশি মাৎসুদা। Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।