আমাদের কথা খুঁজে নিন

   

ইঁদুরের ২২৯ বছরের শাসনের অবসান

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

এক-দুই নয়, ১০০-ও নয়, টানা ২২৯ বছর শাসন করেছে ।

এ সময়ে তারা আলাস্কার নিকটবর্তী এলুশিয়ান দ্বীপের পক্ষীকুলকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলেছে । সেখানে কেবল তাদেরই রামরাজত্ব । আর একারণেই এ দ্বীপের নাম দেওয়া হয়েছে 'ইঁদুরের দ্বীপ' । শত বছর ধরে লাখ লাখ ইঁদুরের বসবাস সেখানে । যুগের পর যুগ এদের উৎপাতে এলুশিয়ান দ্বীপে কোন পক্ষীকুলই আর অবশিষ্ট নেই ।

বিশ্বের মহাপরাক্রমশালী দেশ আমেরিকা যুগে যুগে এদের বিরুদ্ধে অসংখ্যবার নানা অভিযান চালালেও ইঁদুরের বংশ নির্বংশ করতে পারেনি । প্রতিবারই ব্যর্থ হয়েছে । অবশেষে দ্বীপজুড়ে বিষ ছিটিয়ে ইঁদুর ধবংসের পরিকল্পনা করা হয় । পরিকল্পনা অনুযায়ী গত শরতে মার্কিন সরকার প্রায় দেড় সপ্তাহজুড়ে বিশেষ ধরনের হেলিকপ্টার থেকে এলুশিয়ান দ্বীপে বিষ ছড়িয়ে দেয় । Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.