আমাদের কথা খুঁজে নিন

   

চরমোনাই পীর----পীরের অমীয় বানী "যে খোদাকে চোখে দেখিনা তাকে ইবাদতের যোগ্য মনে করিনা

আপনার সম্পর্কে কিছু লিখুন-এভবে আসলে বলা যায় না। মানুষ ত আর যন্ত্র না যে সব সময়ই একরকম। আসলে আমরা নিজেরাই প্রতিনিয়ত পর্যবেক্ষন করি আমরা কি রকম। আমি গভীর ভাবে খেয়াল করলাম মসজিদের জামাতে যারা শরিক হন নিয়মিত , তাদের বেশীর ভাগই চরমোনাই পীরের মুরিদ । মাথায় পাগড়িটা , গায়ে পাঞ্ঝাবিটা তাদেরই বেশী দেখি ।

মসজিদে বসে তাদের চোখেই পানি দেখি । তাদের মাহফিলগুলো দেখি লোকে পরিপূর্ন । ভালো লাগতে শুরু করে । ফজলুল করিম পীর সাহেব আমাদের এলাকায় (৪০ কিলোর মধ্যে) যত মাহফিল করেছেন এই ভালো লাগার কারনে সব গুলোতেই যেতাম । উনি বলতেন "বাবারা আমার বাবা জানের ২৭খানা কিতাফ হর হামেশা পড়বে ।

" আগ্রহ হল । খুলে নিলাম "মাওয়ায়েজে এসহাকিয়া" "ভেদে মারেফাত ইয়াদে খোদা" " আশেক মাশুক" "ইমদাদুস শুলুক" এমনকি "তাবিজের কিতাব" টিও । অবাক হয়ে লক্ষ্য করলাম মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতাকে । চরমোনাই পীরকে চিনলাম নতুন ভাবে । মনে হল এ বিষয়ে সবাইকে জানানো ঈমানী দায়িত্ব ।

আমি আজ আপনাদের সাথে তাদের একটি বই সম্পর্কে আলোচনা করব । ১: ইমদাদুছ ছুলুক : লেখক রশিদ আহমেদ গঙ্গোহী । মুজাহিদ প্রকাশনি থেকা প্রকাশিত । বইটার শুরুতেই ফজলুল করিম পীর সাহেবের অভিমত দেয়া আছে । পড়তে শুরু করলাম ।

২৭ নম্বর পাতায় পেলাম একটা নতুন ধারনা "তাওহীদে মতলব" হচ্ছে মারেফাতের ১ম শর্ত । কি এই "তাওহীদে মতলব" পড়তে লাগলাম । পীর সাহেব লিখেছেন "যেমনি ভাবে আল্লাহ এক কিবলা এক তেমনি ভাবে পীরও এক ও অদ্বীতিয়" এটা মানার নামই তাওহীদে মতলব । এর চেয়ে বড় শিরক কি এর আগে দুনিয়ায় অন্য কেও করেছিল ? একটু ভাবলাম আবার পড়তে লাগলাম । এবার লিখেছে "সাহাবীদের মাঝে নবীর মর্যাদা যেমন আপন মুরীদদের মাঝে পীরের মর্যাদা তেমন" এখানেই থামেনি আরেকটু অগ্রসর হয়ে লিখেছে " নবীর আকার শয়তান যেমনি ভাবে ধারন করতে পারেনা তেমনি পীরের আকারো ধারন করতে পারেনা ।

" অবাক হয়ে ভাবছি এই কি চরমোনাই ? থামলামনা পড়তেই থাকলাম । পেয়ে গেলাম মারেফাতের মুল আকিদা "মুরিদ যত দুরেই থাক পীর তার সাথে রূহানী ভাবে হাজির থাকে । মুরিদ যদি কোন ভাবে কখনো বিপদে পরে তবে পীরকে হাজির নাজির জানিয়া তার কাছে সাহায্য চাইলে পীর তাকে বিপদ থেকে উদ্ধার করবে । " আরেকটু এগুলাম কয়েক পাতা পরেই যা পড়লাম তাতে আমার রাগে শরীর কাপতে থাকল । বইটা বন্ধ করলাম ।

তার আগেই পড়ে ফেললাম পীরের অমীয় বানী "যে খোদাকে চোখে দেখিনা তাকে ইবাদতের যোগ্য মনে করিনা । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.