আমাদের কথা খুঁজে নিন

   

বাতিল বলে ফেলে দেওয়া ও পরিত্যক্ত বস্তুকে কিছু প্রক্রিয়ার মাধ্যমে নতূন রূপ দান করে রোজগারের পথ খোঁজা নিয়ে কিছু কথা

রূপকথা বাঁধ ভাঙ্গার আওয়াজ ও সবাই কে সুভেচ্ছা জানিয়ে পোস্ট শুরু করলাম। আজকাল কম সময়ের মধ্যে কি করে ধনী হবো এই স্বপ্নে বিভোর হয়ে বিভিন্ন চিট ফান্ডের প্রলোভনে পা দিয়ে সর্বশান্ত হচ্ছে। কিন্তু আমরা যদি সঠিক পথে কিছু পরিশ্রম করি ও নিজ বুদ্ধি খাটাই তাহলে কম সময়ের মধ্যে ধনী না হলেও সচ্ছল জীবন যাপন করতে পারবো তার একটি দারুন উদাহরন হলো পরিত্যক্ত চুলের ব্যবসা। ভাবছেন কি এই ব্যবসা এখন হয়ত সবাই জানেন তবুও বলছি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মেয়েদের মাথার পরিত্যক্ত ছোট ছোট গুটি চুল সংগ্রহ করে কিনে এনে বিশেষ প্রক্রিয়ায় প্রসেসিং করা হয় ।

মানে জট পাকানো পরিত্যক্ত এ চুল কিনে এনে সুঁচ বা কাঁটা দিয়ে জট ছাড়ানো হয়এবং পাউডার ও পরে শ্যাম্পু দিয়ে ভালভাতে ধুয়ে রোদে শুকানো হয় । সেই পরিত্যক্ত ছোট ছোট গুটি চুলের চেহারা পালটে এই রকম হয়। ৮ইঞ্চি থেকে শুর“ করে ৩০ ইঞ্চি পর্যন্ত লম্বা চুল বিক্রি হয়। যেমন বড় সাইজ তার তত বেশি দাম । এই ভাবে মেয়েদের মাথার পরিত্যক্ত ছোট ছোট গুটি চুল থেকে রোজগার করছে প্রচুর যুবক ও সাধারন মানুষ।

তাই বলছি বিভিন্ন চিট ফান্ডের প্রলোভনে না পরে সোজা পথে পা বারানো ই ভালো তাই না?? ভালো থাকবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।