আমাদের কথা খুঁজে নিন

   

শীতল পরশ

পরে লিখবো শ্রাবণধারা দেখেছ কি তুমি? তেমনি ধারায় সিক্ত হয়েছি আমি যখন তুমি বললে- আমি আসছি। চৈত্রের দাবদাহ বৈশাখের ঝড় আমায় নিয়ে যায় অতলান্তের ওপাড় আমি পথ খুঁজি- পালাবার। নিরন্তর আমি পথ হারাই মরুভ‚মির বিস্তীর্ণ সোনালী বালুচরে একাকী ছিলনা কেউ সেথা- পথ দেখাবার। আচমকা কালবোশেখীর কালো মেঘ তুমি এলে এক পশলা বৃষ্টি হয়ে অনেক উত্তাপের মাঝে- এই অন্তরে। সিক্ত হব আমি নিরন্তর- তোমার বয়ে আনা শীতল জলধারায় দিনান্তে তোমার পরশে- হব শান্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।