আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর শীতল স্থান সমূহ-এ্কটু বেশীই শীতল



১। । ভষ্টকঃ দক্ষিণ গোলার্ধে রাশিয়ার অংশ। ১৯৮৩ সালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -৮৯.২ ডিগ্রী সেঃ সূর্যের দেখা পাওয়া যায়না এপ্রিল থেকে আগষ্ট মাস পর্যন্ত। এটা একটি রাশিয়ার প্রাক্তন গবেষণা কেন্দ্র।

সমূদ্র পৃষ্ঠ থেকে ১১৪৪৪ ফুট উচ্চতায় অবস্থিত। পেঙ্গুঈন এবং সীল ছাড়া অন্য কেউ আপাতত বসবাস করছেনা। ২। । অয়ময়কনঃ পুর্ব সাইবেরিয়াতে অবস্থিত একটি গ্রাম যেখানে প্রায় ৯০০ অধিবাসীর বসবাস।

গড় তাপমাত্রা -৭১.২ ডিগ্রী সেঃ । এখানে শীতকাল প্রায় নয় মাস থাকে। প্রচন্ড ঠান্ডায় প্রায়শঃই পাখি উড়তে উড়তে ঠান্ডায় জমাটবদ্ধ হয়ে মৃতু্যমুখে পতিত হয়। মানুষরা কোনমতে জীবন চালিয়ে নিচ্ছে। -৫০ ডিগ্রী সেঃ এর নীচে তাপমাত্রা নামলে তারা শীতকাল এসেছে মনে করে এবং স্কুল বন্ধ ঘোষনা করা হয়।

শহরটিতে একটিমাত্র জেনারেল ষ্টোর রয়েছে যেখান থেকে তারা তাদের দৈনন্দিন দ্রব্যাদি কিনে থাকেন। ৩। ভারখয়নস্কঃ এই শীতল স্থানটিও সাইবেরিয়াতে অবস্থিত। শীতকালে সেখানকার লেকগুলো জমাটবদ্ধ হয়ে যায়,এতে করে খুব সহজেই ওখানে যাওয়া যায়। সেখানে ১৩০০ লোকের বসবাস।

তাপমাত্রা -৪০ ডিগ্রী থেকে -৬৯ ডিগ্রী পর্যন্ত উঠানামা করে। এখানে খনিতে প্রচুর পরিমানে স্বর্ণ মজুদ আছে কিন্ত অত্যন্ত ঠান্ডা জনিত কারনে বা বৈরী আবহাওয়ার করণে খনি হতে উত্তোলন সম্ভবপর হয়নি। ৪। নর্থ আইস স্টেশন গ্রীনল্যান্ডঃ গ্রীনল্যান্ড পশ্চিম গোলার্ধের সবচেয়ে শীতলতম স্থান হিসেবে পরিচিত। ৯ই জানুয়ারী ১৯৫৪ সন এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল -৬৬ ডিগ্রী সেঃ ৫।

সাঙ ইন ইউকনঃ উত্তর আমেরিকার কানাডার ইউকন এর খুব ছোট্ট একটি গ্রামের নাম সাঙ। এই গ্রামটির গোড়াপত্তন হয়েছিল ১৮০০ সালের সেই ‘গোল্ডরাস’ এর সময় যখন সমগ্র আমেরিকা জুড়ে সোনার অনুসন্ধান চলছিল। ৩ ফেব্রুয়ারী ১৯৪৭ সালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -৬৩ ডিগ্রী সেঃ ৬। ইয়াকুস্টঃ প্রায় ২ লক্ষ অধিবাসী এখনে বাস করে। এটা রাশিয়ার সাইবেরিয়ার ইয়াকুটিয়া অঞ্চলের রাজধানী।

জানুয়ারী মাসে সর্বোচ্চ তাপমাত্রা সাধারনত -৫০ ডিগ্রী সেঃ এর কাছাকাছি থাকে। শীতকালে জনসাধারনকে এই বলে সতর্ক করে দেওয়া হয় যে তারা যেন সানগ্লাস পড়ে বাহিরে বের না হয় কারণ তা চেহেরার সাথে জমাটবেঁধে আটকে যেতে পারে। ৭। প্রসপেক্ট ক্রীক-আলাস্কা(যুক্তরাষ্ট্র)ঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের আলস্কার বিটলস থেকে ২৫ মাইল দক্ষিন-পূর্বে প্রসপেক্ট ক্রীক অবস্থিত। ২৩ই জানুয়ারী ১৯৭১ সালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -৬২.১ ডিগ্রী সেঃ যা এযাবৎ কালের যুক্তরাষ্ট্রের রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা।

৮। ব্যারো-আলাস্কাঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের আলস্কার আরেকটি শহর হল ব্যারো। গড় তাপমাত্রা -২০.১ডিগ্রী সেঃ কিন্তু অতিরিক্ত শীতের সময় তা -৫৬ ডিগ্রী তে ও নেমে যায়। এখান থেকে রাতের বেলায় মেরুজ্যোতি বা অরোরা খুব সুন্দর ভাবে উপভোগ করা যায়। এবার কিছু অপরূপ অরোরা বা মেরুজ্যোতির ছবি এবার সংক্ষেপে পৃথিবীর কয়েকটি শীতলতম রাজধানীর নামঃ ১.উলানবাটর- মঙ্গোলিয়া- -১.৩০ডিগ্রী সেঃ ২.এস্টানা-কাজাকিস্তান-১.৮ ডিগ্রী সেঃ ৩।

মস্কো-রাশিয়া-৪.১০ সেঃ ৪। হেলসিঙ্কি-ফিনল্যান্ড-৪.৫০ সেঃ ৫। রিকজাভিক-আইসল্যান্ড-৪.৬০ সেঃ ৬। তাল্লিন-এস্টোনিয়া-৪.৮০ সেঃ ৭। অটোয়া-কানাডা- ৫.৫০ সেঃ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.