আমাদের কথা খুঁজে নিন

   

নিশি ভূতের গল্প

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . প্রতিবার বাসায় আসলেই আমার ছোট ভাই নানান রকম গল্প শোনায়। এবার প্রথমেই যে গল্পটা সুনলাম সেটা হল নিশি ভূতের গল্প। নিশ্চয়ই তার কোন বন্ধু বা classmate এর কাছে শোনা। নিশি ভূত খুবই dangerous type এর ভূত। তারা রাতের বেলায় খুব করুণ সুরে কান্না করে নয়ত খুব সুন্দর কণ্ঠে গান গায়।

সেই কণ্ঠ শুনে কেউ কাছে গেলেই তার ঘাড় মটকে খায়। গল্পটা তেমন interesting কিছু না। কিন্তু যেটা interesting সেটা হল গল্প বলার সময় তার চোখ মুখ এর expression. বলার সময় গল্পটাকে যতটা পারা যায় ভয়াবহ করে বলার চেষ্টার কোন কমতি থাকে না তার। প্রতিক্রিয়া স্বরূপ আমার চোখে মুখেও একটা ভয়ের একটা expression আশা করে সে। আমি ভয়ের expression দিতে পারি না।

সে মনে হয় কিছুটা হতাশই হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।