আমাদের কথা খুঁজে নিন

   

দ্যা লিজেন্ড এন্ডস--দ্যা ডার্ক নাইট রাইজেস!!

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে মুভিটা আজকে দেখে এলাম। সিনেপ্লেক্সের UltraAVX হলে। ৭.১ সারাউন্ড সাউন্ড আর হাই-ডিপিআইয়ের ওয়াল-ওয়াল স্ক্রিণে। মুভিটার কাহিনী দিয়ে স্পয়ল করার কোনই ইচ্ছা নাই। কিছু পয়েন্ট দিচ্ছি শুধুমাত্রঃ ১. ভুলেও এই মুভি ক্যাম প্রিন্টে দেখবেন না। ডিভিডি আসা পর্যন্ত ওয়েট করেন। ২. মুভিটা গতানুগতিক ইংরেজী মুভির চেয়ে লম্বা (প্রায় ৩ ঘন্টা), কিন্তু গতি খুব সাবলীল ৩. বেন চরিত্রে টম হার্ডির অভিনয় এবং হাস্কি ভয়েস--উপভোগ করার মত ৪. ক্যাট উওম্যান চরিত্রে অ্যানি হ্যাথওয়ে খুবই আকর্ষণীয় অভিনয় করেছে ৫. মুভিটিতে কিছু ছোট-খাট প্লট হোল আছে, ইগনোর করার মত ৬. আ্যকশন দৃশ্য এবং সাউন্ডের কাজ--অসাম!! ৭. ব্লেক/রবিন চরিত্রের জোসেফ লেভিট অভিনয় করেছে দূর্দান্ত। ৮. আলফ্রেড চরিত্রে মাইকেল কেইন অস্কার পাওয়ার মত অভিনয় করেছে। মুভিটা শেষ হবার পর থিয়েটারের সবাই অনেকক্ষণ হাততালি দিয়ে মুভিটার প্রশংসা করেছে....মুভিটা দেখার জন্য এতটুকুই যথেষ্ট!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.