আমাদের কথা খুঁজে নিন

   

ভৌতিক সড়ক

সত্য কথা বলি, সৎ পথে চলি......বুদ্ধি ও যুক্তি দিয়ে কাজ করার চেষ্টা করি একটি অদ্ভূত জনশ্রুতি ছড়িয়ে আছে ছবির এই রাস্তা এবং রেলপথের সংযোগ স্থানটিকে ঘিরে । ঐ এলাকার মানুষ বিশ্বাস করেন, একটি ভয়ংকর গাড়ী দূর্ঘটনার পর থেকে যে র্দূঘটনায় কিছু স্কুলের বাচ্চারা মারা গিয়েছিল । তারপর থেকে এই এলাকাটিতে সেসব মৃত বাচ্চাদের আত্নাগুলো ঘুরে বেড়ায় ! তারা চলাচলরত গাড়ীর সামনে দিয়ে হঠাত্‍ হঠাত্‍ পার হয় এবং গাড়ীগুলোকে এক্সিডেন্ট করানোর চেষ্টা করে ! এই ছবিটি তখন তোলা হয়েছিল, যখন একটি গাড়ী অল্পের জন্য একটা দূর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ! গাড়ীর একজন আরোহী অদ্ভূত কিছু দেখতে পেয়ে তখনি তার মোবাইল দিয়ে এই ছবিটি তোলে । ছবিটি দেখার পর অনেকেই তাদের মতামত দিতে গিয়ে বলেছেন যে , ছবিতে বা পাশের ঐ অস্বচ্ছ অবয়বটি একটি অল্প বয়সী মেয়ের , যার সামনে কিনা একটা কুকুর বসে রয়েছে !! এই এলাকাটিতে বাচ্চারা মারা গিয়েছিল । কুকুরটাও কি কোন এক দূর্ঘটনার শিকার ছিল? সেও কি ঐ অশরীরীদের দলে ভীড় জমিয়েছে রাস্তায় চলাচলরত গাড়ীগুলোকে দূর্ঘটনার মুখে ফেলার অভিপ্রায় নিয়ে? কে জানে ? পথচারী, সাবধান !! http://www.bhooterblog.com থেকে সংগৃহিত  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।