আমাদের কথা খুঁজে নিন

   

ভৌতিক



ভৌতিক চোখ বুজলে মনে হয়, সমস্ত পৃথিবী অমানিশায় ছেয়ে গেছে, ঘুমুতে গেলে মনে হয় শুয়ে আছি কবরের সাড়ে তিনহাত জায়গায়। যদিও কলির কাল__মৃতুর পর বিচারের জন্য অপেক্ষা করতে হবেনা বহুতকাল তবু মনে হয় এককোটি বছর কম নয়__ কী করে সংক্ষিপ্ত প্রিজন সেলে বাস করা যাবে ? মনে হয় দেহ থাকে প্রাণ বের হলে তো তা আকাশেই যাবে, ভূত আর জ্বীনের সাথে ঘুরবে শ্মশান, কবরস্থানের পুরাণো বৃক্ষের ডালে দেহ শুধু পচে গলে মৃত্তিকার সাথে মিশে উর্ববতা বাড়াবে জমির আমি মেঘেদের সাথে সাদা পাখা মেলে বিনাভিসায় ঘুরবো এশিয়া ইউরোপ আফ্রিকার জঙ্গল বুধ শুক্রর কিংবা নেপচুনের নির্জন সন্ধ্যায়..........। প্রভু ডেকে পাঠালে হাজির নিমিষেই। বাঁচতেও ক্লান্তি লাগে আজ__ এই দুর্নীতির দেশে পথ চলতে গেলে পুলিশেরে ভয় লাগে__ অফিসের বসেরও লাগে একটু ভয়__রাত্রিবেলা চোর ডাকাত আর গাঁজাখোরদের দৌরাত্ম কী করে বাঁচি ? দ্রব্যমূল্য বৃদ্ধির কবলে হিমসিম খায় আমার পে-স্কেল, কী করে কিনি চাল চিনি ডাল আলু আর বাচ্চার দুধ কী করে বাচিঁ আজকের উন্নয়ণশীল দেশে ? মরণের পরপারেও বড় অান্ধার বড়ই ক্লান্তি হে প্রভূ রক্ষা করো আমায়, রক্ষা করো ...!!........আমিন। ০৩.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।