আমাদের কথা খুঁজে নিন

   

ভৌতিক বাম ( বাম বাম বাম বাম )

I don’t think anything ভয়ে ভয়েই শিরোনাম দিলাম । ভয়ের কারন হল এই নাম দেখে ভুতরা যদি ব্যাজার হয় তাহলে বিপদ । ভুত তাড়ানোর তাবিজ মেলা ভার , কারন যারা তাবিজ দিবে তারা ঢাকার পথে । তাবিজ দেওয়ার সময় নাই । আওয়ামীলীগে এর এখন তাবিজ দরকার ।

তাদের ঘাড়ে বাম ভুতেরা বড় আনন্দ করে আম কাঁঠাল খাচ্ছে । এই সেই বাম যারা সবসময় আওয়ামী আদর্শের বিরুদ্ধে ছিল । ৭০ এর দশকে বামপন্থি পত্রিকা গুলো বঙ্গবন্ধু কে গালি দিতে লজ্জিত হয় নি । চীন পন্থি বামরা তো চা তে চিনি খেয়ে পাকিস্তানের হিজড়াদের সাথে এক হাগুখানায় হাগু করল । জামাত কে পানি দিল ।

উপদেশ দিল হাগুখানা যেন গন্ধ না হয় । তাই জীবাণু মার । স্বাধীনতার পর এই বামরাই বঙ্গবন্ধু সরকার কে বাঁশ দিল । শিরাজ সিকদার এর কথা আর কি বলবো । বলা হয় যে জিয়া জাতির পিতা হত্যার সময় কাল চশমা পড়ে মুচকি হাসল তাকে আরেক বাম তাহের গলায় মালা দিল ।

এই বামরাই জিয়ার সাথে কোদাল ধরল , খালও কাটল , সেই খালে এরশাদ সাব কুমীর হয়ে আসলো । আহারে মহান বাম । অতীতের কথা বাদ দিলাম । বর্তমানে আসি । কেও শিকার করুক আর না করুক শেখ হাসিনা জেনে শুনে দেশের খারাপ চাইতে পারেন না ।

এই বিশ্বাসের বড় কারন হল তাঁর পরিবার এর মহান আত্মত্যাগ । আমির হোসেন আমু , তোফায়েল আহমেদ , অবাইদুল কাদের তারা রাজনীতিকে অনেক কাছ থেকে দেখেছেন । এটা অলিখিত সত্য এক এগারর পর নেত্রীর সাথে তাদের দূরত্ব বৃদ্ধি পেয়েছে । এই সুযোগ টা নিছে এই বাম ভূতেরা । আওয়ামীলীগ ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্মহীন নয় ।

অন্যদিকে বামরা ধর্মনিরপেক্ষতার কথা বলে ধার্মিক দের মানুষিক নির্যাতন করতে সিদ্ধহস্ত । যা আওয়ামীলীগ কখনো করে নি । আর যারা এই দলটির নাম ভাঙ্গিয়ে এটা করে তারা বাম হিসিবে এই বৃহৎ গাছের উপর পরগাছা হয়ে পেট মোটা করছে । তাদের এই অতি উৎসাহের ফল গুনতে হয় আওয়ামীলীগ কে । আফছস একটাই আজ কাল তোফায়েল আহমেদরা টি ভি তে আসেন না ।

বড়গলায় যারা কথা বলে , গরম চা ঠাণ্ডা করে আজ সেই মরা বামরা তা দখল করেছে । তারা কেও আওয়ামীলীগ এর জন্য কথা বলে না । কারন তারা কোন কালে আওয়ামীলীগ করতই না । তোফায়েল আহমেদ আজ আপনাদের অধিক দরকার । কেবল আপনারাই পারেন নেত্রীকে সঠিক পরামরশ দিতে ।

আর যাই হোক তিনি তো জাতির পিতার কন্যা । যা হচ্ছে তা তিনি নিশ্চয়ই চান না । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।