আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সাহিত্যের শেক্সপিয়ার কে?

বাংলা সাহিত্যের শেক্সপিয়ার কে? না, আমি আবেগের বশে বলবনা, হুমায়ুন আহমেদ। আমি যুক্তি দিয়েই বলব, হুমায়ুন আহমেদ। ১)শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যে বিশাল ভান্ডার রেখে গেছেন। আমাদের হুমায়ুন আহমেদ রেখে গেছেন একই রকম বিশাল ভান্ডার। ২)শেক্সপিয়ার জনপ্রিয় হয়ে ওঠেন তার নাটকের মাধ্যমে।

যদিও হুমায়ুন আহমেদ তার প্রথম ২টি উপন্যাস "নন্দিত নরকে" ও "শঙ্খনীল কারাগার" এর মাধ্যমে চিরকালের জন্য বাংলা সাহিত্যের অন্যতম সেরা লেখকের কাতারে চলে যান, তবু, বাংলা ভাষার শ্রেষ্ঠ নাট্যকার কিন্তু তিনিই। আর বাংলা ভাষার সেরা মানে বিশ্ব সাহিত্যেরও অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হুমায়ুন আহমেদ। ৩)অনেকে বলবেন, হুমায়ুন আহমেদ শুধু মধ্যবিত্তদের নিয়ে লিখেছেন। শেক্সপিয়ার কিন্তু এলিট শ্রেনী নিয়ে লিখেছেন। আসল ব্যাপার হচ্ছে, উনাদের লেখায় মানুষের জীবনের ছবি ফুটে উঠেছে, তাদের মানবিক অনুভুতি।

এখানে আর্থিক-সামাজিক অবস্থান গৌণ। ৪)একটা সময় আসবে, যখন, হুমায়ুন আহমেদের লেখা দেখে বোঝা যাবে আমাদের সময়কার মানুষের জীবন, সমসাময়িক অবস্থা। আমরা হচ্ছি হুমায়ুন আহমেদ যুগের মানুষ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।