আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সাহিত্যের ইতিহাস।................১

সৃষ্টি সুখের উল্লাসে।

হাজার বছর আগে আমাদের প্রথম কবি কাহ্নপা বলেছিলেন "নগর বহিরেঁ ডোম্বি তোহোরি কুড়িয়া"। তার মত কবিতা লিখেছিলেন আরো অনেক কবি। তাদের নাম গুলোও আজ অদ্ভুত লাগে। লুইপা, কুক্কুরিপা, শবরপার মতো সুদূর রহস্যময় এই কবিদের নাম।

তারপর কেটেগেছে হাজার বছর, দেখা দিয়েছে অজস্র কবি, উপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার। তারা সবাই মিলে সৃষ্টি করেছেন আমাদের অসাধারণ বাংলা সাহিত্য। বাংল সাহিত্য চিরকাল একরকম থাকেনি। কালে কালে পরিবর্তন হয়েছে। পরিবর্তনের এই ধারাকে বাংলা সাহিত্যিকগণ তিন ভাগে ভাগ করে ছেন।

তা হল ১. প্রাচীন যুগ (৬৫০-১২০০) ২. মধ্য যুগ (১২০০-১৮০০) ৩. নব্য যুগ বা আধুনিক যুগ (১৮০০- আজ পর্যন্ত যদিও নানান সাহিত্যিক নানা মত দিয়েছেন। কিন্তু উল্লেখিত মতটিই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।