আমাদের কথা খুঁজে নিন

   

বাদুড় দেখতে বলধা গার্ডেনে

বাদুড় অতি পরিচিত একটি প্রাণী হলেও শহরের প্রকৃতি থেকে আজ উধাও। আজকাল আর বাদুড় দেখা যায় না। গ্রামাঞ্চলে কিছুটা চোখে পড়লেও শহরে বাদুড় দর্শন কঠিন। তবে কেউ যদি এখন বাদুড় দেখতে চান তবে বলধা গার্ডেনে যান। রাজধানীর ওয়ারীর বলধা গার্ডেনে আজও দেখা মিলে শত শত বাদুড়।

থোকায় থোকায় ঝুলে আছে বাদুড়। কেউ প্রথম দেখলে মনে হতে পারে কোনো ফলবৃক্ষ । ভালোভাবে দেখলে পরিচিত প্রাণীটি চিনে খুশি হন দর্শনার্থীরা। বলধা গার্ডেনের বয়স ১৫০ বছরেরও বেশি। এলাকাবাসী জানান, কমপক্ষে শতবর্ষ ধরে এ উদ্যানে বাদুড়ের বসবাস।

বনবিভাগের তথ্য মতে, বলধা গার্ডেনে দুই হাজারেরও বেশি বাদুড় রয়েছে। এখানকার বাদুড়ের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বলধা গার্ডেনের তত্ত্বাবধায়ক শাহ মো. হোসেন বলেন, বাদুড় বলধা গার্ডেনে নিরাপদ পরিবেশ পায় বলে এখানে থাকে। তিনি জানান, ভ্রমণ পিপাসুরা উদ্যানে এসে বাদুড় দেখে আনন্দিত হন। প্রাণী গবেষক ও গুলশান ক্লিনিকের চিকিৎসক ডা. আজমত আলী বলেন, বাদুড় বাচ্চা প্রসব করে।

একটি মেয়ে বাদুড় একবারে একটি বাচ্চা প্রসব করে। বাদুড় জুটিবদ্ধ বসবাস করে না। বাদুড় থেকে নিপা ভাইরাস ছড়ায়। বাদুড়ের কামড়ে জলাতংক রোগও হয়ে থাকে। View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।